সংগ্রাম ও অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিট কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- সিলেট : জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল : সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। টাঙ্গাইল : নাগরপুর উপজেলা আওয়ামী লীগ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। কিশোরগঞ্জ : দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে। এদিকে, বাজিতপুরে আফজাল হোসেন এমপির নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বাগেরহাট : সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। গাজীপুর : গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিটি মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া ফজর নামাজের পর ৭২ বার পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর : বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সুনামগঞ্জ : শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : বিকালে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। ভাঙ্গা (ফরিদপুর) : নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। শ্রীপুর (গাজীপুর) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মোনজাত করা হয়। গলাচিপা (পটুয়াখালী) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি(কুমিল্লা) : মেঘনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী (বরগুনা) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী : বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একরামুল করিম চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ। এর আগে সকালে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ।
শিরোনাম
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর