সংগ্রাম ও অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিট কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- সিলেট : জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল : সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। টাঙ্গাইল : নাগরপুর উপজেলা আওয়ামী লীগ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। কিশোরগঞ্জ : দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে। এদিকে, বাজিতপুরে আফজাল হোসেন এমপির নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বাগেরহাট : সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। গাজীপুর : গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিটি মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া ফজর নামাজের পর ৭২ বার পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর : বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সুনামগঞ্জ : শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : বিকালে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। ভাঙ্গা (ফরিদপুর) : নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। শ্রীপুর (গাজীপুর) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মোনজাত করা হয়। গলাচিপা (পটুয়াখালী) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি(কুমিল্লা) : মেঘনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী (বরগুনা) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী : বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একরামুল করিম চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ। এর আগে সকালে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ।
শিরোনাম
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর