সংগ্রাম ও অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিট কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- সিলেট : জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল : সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। টাঙ্গাইল : নাগরপুর উপজেলা আওয়ামী লীগ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। কিশোরগঞ্জ : দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে। এদিকে, বাজিতপুরে আফজাল হোসেন এমপির নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বাগেরহাট : সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। গাজীপুর : গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিটি মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া ফজর নামাজের পর ৭২ বার পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর : বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সুনামগঞ্জ : শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : বিকালে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। ভাঙ্গা (ফরিদপুর) : নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। শ্রীপুর (গাজীপুর) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মোনজাত করা হয়। গলাচিপা (পটুয়াখালী) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি(কুমিল্লা) : মেঘনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী (বরগুনা) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী : বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একরামুল করিম চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ। এর আগে সকালে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ।
শিরোনাম
- স্যার জন উইলসন স্কুলের ৩০ বছর পূর্তি উদযাপন
- নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে : প্রধান উপদেষ্টা
- ভারতে নারীদের ক্যান্সারের প্রকোপ বেশি, মৃত্যুহার বেশি পুরুষের
- ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন প্রধান উপদেষ্টার
- চাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর চবি, দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৪১ প্রার্থী
- দশ বছর ধরে ছাদে পাখিদের আপ্যায়ন
- ‘ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য’
- মানিকগঞ্জে এবার ৫৫৩ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
- চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা
- উজানে বৃষ্টিপাত, সিলেটে বাড়ছে নদীর পানি
- চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
- প্যারিসে জমকালো আয়োজনে শুরু টেক্সটাইল সোর্সিং মেলা ২০২৫
- খুলনায় চুরি হওয়া নবজাতক ৬ ঘণ্টা পর উদ্ধার
- কুমিল্লায় চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, ৮ শ্রমিক কারাগারে
- পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: চসিক মেয়র
- নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে : ট্রাম্প
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর