সংগ্রাম ও অর্জনে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবময় পথ চলার ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনটির জেলা ও উপজেলাসহ বিভিন্ন ইউনিট কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- সিলেট : জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল : সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। পরে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। টাঙ্গাইল : নাগরপুর উপজেলা আওয়ামী লীগ র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। কিশোরগঞ্জ : দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে। এদিকে, বাজিতপুরে আফজাল হোসেন এমপির নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বাগেরহাট : সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। গাজীপুর : গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, সিটি মেয়র জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া ফজর নামাজের পর ৭২ বার পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর : বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সুনামগঞ্জ : শোভাযাত্রা ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সুনামগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) : বিকালে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। ভাঙ্গা (ফরিদপুর) : নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। শ্রীপুর (গাজীপুর) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মোনজাত করা হয়। গলাচিপা (পটুয়াখালী) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনের নেতা-কর্মীরা। পরে দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি(কুমিল্লা) : মেঘনা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী (বরগুনা) : উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী : বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একরামুল করিম চৌধুরী এমপি। উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ। এর আগে সকালে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ।
শিরোনাম
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি