শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

টানা বৃষ্টিতে বিপাকে হিলি স্থলবন্দরের শ্রমিকরা

দিনাজপুর প্রতিনিধি

টানা বৃষ্টিতে বিপাকে হিলি স্থলবন্দরের শ্রমিকরা

বৃষ্টিতে কাজ বন্ধ। অলস সময় কাটছে শ্রমিকদের

কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের শ্রমিকরা। একদিকে লকডাউন অন্যদিকে আষাঢ়ের অবিরাম ঝড়-বৃষ্টিতে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এই বৃষ্টি আরও তিন-চার দিন হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।  সরেজমিন গতকাল দুপুরে বন্দর এলাকায় গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে বসে বসে আড্ডা দিচ্ছেন শ্রমিকরা। পর্যাপ্ত শেড না থাকায় ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাস করতে পারছেন না। তারা অপেক্ষায় আছেন কখন বৃষ্টি থামবে এরপর কাজ শুরু করবেন। স্থলবন্দরে কাজ করতে আসা শ্রমিক রফিকুল, লতিফ, আবদুস সোহবান জানান, কয়েক দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। কাজের জন্য আসছি কিন্তু বৃষ্টির কারণে কাজ করতে পারছি না। লকডাউনে দ্বিগুণ ভাড়া দিয়ে কাজে এসে কোনো দিন খালি হাতে বাড়ি যেতে হচ্ছে আবার কখনো ৫০ টাকা রোজগার হচ্ছে। এ পরিস্থিতিতে পরিবারের খাবার নিয়ে দুশ্চিন্তায় আছি। হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পানামা পোর্টে কাঁচা পণ্য ছাড়করণের জন্য ১৮টি শেড রয়েছে। বৃষ্টির মধ্যেও সেখানে শ্রমিকরা পণ্য লোড-আনলোড করতে পারেন। যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, সে কারণে বন্দরে আমদানি করা সব পণ্য একবারে খালাস করা সম্ভব হচ্ছে না।

সর্বশেষ খবর