বুধবার, ৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

চিকিৎসক সংকটে বেহাল স্বাস্থ্যসেবা

বান্দরবান প্রতিনিধি

চিকিৎসক সংকটে বেহাল স্বাস্থ্যসেবা

৫০ শয্যাবিশিষ্ট বান্দরবান সদর হাসপাতালকে ১০ বছর আগে ১০০ শয্যায় উন্নীত করা হলেও জনবল না বাড়ানোর ফলে জোড়াতালি দিয়ে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালানো হচ্ছে। একই অবস্থা বিরাজ করছে জেলার আওতাধীন ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও। ফলে জেলার সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে করোনা চিকিৎসার জন্য সেন্ট্র্রাল অক্সিজেন প্ল্যান্ট, আইসিইউ বিভাগ ও ভেন্টিলেশন বিভাগ কাগজে-পত্রে চালু হলেও চিকিৎসক সংকটের কারণে এসব বিভাগে রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। এমন অবস্থায় সংকটাপন্ন রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে (রেফার) দেওয়া হচ্ছে। বান্দরবানের সিভিল সার্জন ডা. অংশৈপ্রু জানান, কনসালটেন্টসহ সদর হাসপাতালে ২২ টি চিকিৎসক পদের মধ্যে কর্মরত আছে ১২ জন। এত কমসংখ্যক চিকিৎসক দিয়ে ১০০ শয্যার হাসপাতাল পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে। এই অবস্থায় বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক থেকে মেডিকেল অফিসারদের এনে জোড়াতালি দিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম টিকিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে পৃথক করোনা ইউনিট স্থাপনের ফলে ৫০ শয্যার হাসপাতালের জনবল দিয়ে ১০০ শয্যার হাসপাতাল ও করোনা পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। স্বাস্থ্যবিভাগের তথ্য অনুযায়ী, বান্দরবান জেলায় চিকিৎসক, নার্স, টেকনিক্যাল স্টাফ ও সাধারণ কর্মচারী মিলিয়ে মোট অনুমোদিত পদ রয়েছে ৯৩৭। এর মধ্যে চিকিৎসক পদ আছে ১০৯টি। কিন্তু বর্তমানে অন্যত্র প্রেষণে থাকাসহ মোট কর্মরত আছেন ৬১ জন চিকিৎসক। অন্যদিকে ২০২ টি নার্স পদের বিপরীতে কাজ করছেন মাত্র ৯৩ জন। একই অবস্থা বিরাজ করছে মেডিক্যাল টেকনোলজিস্ট বিভাগেও। এই বিভাগে ৮৫ পদের বিপরীতে কর্মরত আছে ৬১ জন। সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে ফার্মাসিস্টদের অনুমোদিত পদ আছে ১৬টি। কিন্তু কর্মরত আছে মাত্র ৭ জন। অন্যান্য পদে মোট ৫২৪ জনের মধ্যে দায়িত্বরত আছেন ৪৩৪ জন।

এদিকে করোনা পরিস্থিতিতে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৬ জন চিকিৎসককে গত ৫ জুলাই বান্দরবান জেলায় অস্থায়ীভাবে বদলি করা হয়েছে। তবে তারা নতুন কর্মস্থলে যোগ দিবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

সর্বশেষ খবর