নওগাঁর তুলশীগঙ্গা নদী খননের মাটি কেটে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এতে নদীর পাড় নিচু হয়ে বর্ষা মৌসুমে ‘রভার ফ্লো’ হয়ে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নওগাঁ সদর উপজেলার খিদিরপুর, পিরোজপুর ও সুলতানপুর গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে তুলশীগঙ্গা নদী। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ২০১৮-১৯ অর্থবছরে সদর উপজেলার ত্রিমোহনীহাট রেগুলেটর থেকে তুলশীগঙ্গা ব্রিজ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার নদী খনন কাজ শুরু করে। যা শেষ হয়েছে কিছুদিন আগে। খননের সময় মাটি নদীর দুই পাড়ে রাখা হয়েছিল। অভিযোগ আছে, পাউবোর্ডের নজরদারির অভাবে যে যার মতো মাটি কেটে সরিয়ে নিচ্ছে। অনেকে রাতের আঁধারে নদীর মাটি বিভিন্ন ইটভাটায়ও দিয়েছেন। গত ফেব্রুয়ারি খিদিরপুর মুন্সিপাড়া গ্রামবাসীর সঙ্গে মাটি ব্যবসায়ীদের সংঘর্ষও ঘটেছে। সবশেষ কয়েকদিন থেকে দুইটি স্কেভেটর ও ১০-১২টি ট্রাক্টর দিয়ে চন্ডিপুর বোর্ড ব্রিজের পাশ থেকে নদীর পাড়ের মাটি কেটে পুকুর ভরাট করছেন এলাকার এক প্রভাবশালী ব্যক্তি। স্থানীয়রা জানান, নদীপাড়ের মাটি কেটে পুকুর ভরাট করা হচ্ছে। যাদের দেখার দায়িত্ব তারা যদি না দেখেন আমরা কি করব? তারা অভিযোগ করেন, নদীর মাটি যে যার মতো কেটে নিচ্ছেন। রাস্তার তুলনায় বাঁধ নিচু হয়ে গেছে। নদীতে পানি বেশি এলে এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। পুকুর মালিক আব্দুল মতিন বলেন, নদী খননের সময় তাদের জায়গায় মাটি রাখা হয়েছিল। এতে ওই জমির সব আবাদ নষ্ট হয়েছে। এখনো আবাদ করতে পারছি না। ৩-৪ দিন থেকে মাটি সরানোর কাজ করছি। পাউবো বলেছে যে যার মতো মাটি সরিয়ে নিতে। নদীর পাড়ের মাটি দিয়ে পাশেই নিজেদের পুকুর ভরাটের কাজ করছি। পাউবোর নওগাঁর নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খাঁন বলেন, কর্তৃপক্ষের লিখিত অনুমতি সাপেক্ষে নিচু জায়গা, মসজিদ, মন্দির ও সেবামূলক কাজে ভরাট করা যাবে। তবে ব্যক্তিগত কোনো জায়গায় ভরাটের জন্য কেউ নদীর মাটি ব্যবহার করতে পারবেন না। মাটি লুটের খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। সেখানে কাউকে পাওয়া যায়নি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন বলেন, জনকল্যাণমূলক এবং ক্ষতিগ্রস্ত কৃষক হলে মাটি সরিয়ে নিতে পারবেন। ব্যক্তিগত কাজে নদীর পাড়ের মাটি কাটা যাবে না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
শিরোনাম
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
নদী খননের মাটি লুট
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর