মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

টঙ্গীতে জমজমাট পশুর হাট

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে জমজমাট পশুর হাট

ঈদ সামনে রেখে গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় জমজমাট পশুর হাট। স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করার চেষ্টা করছেন বাজার কমিটির লোকজন। তবে অনেক ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছেন না। নিদিষ্ট স্থান থেকে ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশে স্বাস্থবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রবেশ পথে স্বেচ্ছাসেবীরা মাস্ক পড়ার বিষয়েও সর্তক করছেন। প্রতিবারের ন্যায় এবারও বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা গরু, মহিষ ও ছাগল নিয়ে এই হাটে এসেছেন। গরুর দাম চড়া বলে জানিয়েছেন ক্রেতারা। সরেজমিনে ঘুরে জানা যায়, টঙ্গী স্টেশনরোড এলাকায় পূর্ব থানার পেছনে জমে ঐতিহ্যবাহী পশুর হাটে ছোট-বড় সব ধরনের গরু উঠেছে। হাটে দেশি ছোট গরুর চাহিদা একটু বেশি। ক্রেতা খায়রুল আলম রেমন বলেন, হাসিল কম নিলে আরও অনেক ক্রেতা এই হাটে আসতেন। বাজার কমিটির পক্ষে দেলোয়ার হোসেন ও আব্দুল আলিম বলেন, স্বাস্থ্যবিধি মেনেই বেচাকেনা চলছে। বিক্রেতাদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা থেকে আসা বিক্রেতাদের জন্য থাকা খাওয়াসহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে সব প্রস্ততি আছে। সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে হাটে চলাচল করে সে বিষয়েও খেয়াল রাখছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর