মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

বাল্যবিয়ে বন্ধ, বর-কনের পরিবারকে জরিমানা

শেরপুরের নকলায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্যবিয়ে। এ সময় বর ও কনের বাবাকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান। জানা যায়, নকলা ইউনিয়নের ছত্রকোনা গ্রামের আব্দুল হাইয়ের অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সঙ্গে পার্শ্ববর্তী উরফা ইউনিয়নের ছাহের আলীর ছেলে খলিলুর রহমানের বিয়ে ঠিক হয়। রবিবার রাতে চলছিল বিয়ের আয়োজন। খবর পেয়ে ইউএনও জাহিদুর রহমান কনের বাড়িতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বাল্যবিবাহ নিরোধ আইনে তিনি বর ও কনের বাবাকে ২৫ হাজার টাকা করে অর্থদন্ড দেন। পাশাপাশি মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন। ইউএনও বলেন, ২০১৮ সালের এপ্রিল মাসের ৩০ তারিখ নকলাকে জেলার প্রথম বাল্যবিয়ে মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় কোনোভাবেই বাল্যবিয়ে হবে না।   

-শেরপুর প্রতিনিধি

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা

বরিশালে মেয়াদোত্তীর্ণ ও সৌজন্য ওষুধ প্রদর্শন এবং বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসি থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত। গতকাল মহানগরের বাঁধ রোডে শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর, আতাউর রাব্বী ও মহিউদ্দিন আল হেলাল পুলিশ ও বিজিবির সহায়তায় পৃথক এ অভিযান পরিচালনা করেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেয়াদোত্তীর্ণ ও সৌজন্য ওষুধ প্রদর্শন এবং বিক্রির দায়ে বরগুনা মেডিকেল হল থেকে ২০ হাজার, পলি মেডিকেল হল থেকে ১০ হাজার, জাহানারা মেডিকেল হল থেকে ৩০ হাজার, মহসিন মেডিকেল হল থেকে ৩০ হাজার ও রূপালী মেডিকেল স্টোর থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে জব্দ করা ওষুধ ধ্বংস করা হয়।          - নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 

ভাঙ্গায় পৌর কাউন্সিলর গ্রেফতার

ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া মহল্লার নিজ বাড়ির সামনে থেকে গত রবিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, একটি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পৌর কাউন্সিলর লুৎফরকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। -ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

নরসিংদীতে ধরা পড়ল ৭ ফুট লম্বা অজগর

নরসিংদীতে জালে আটকা পড়েছে ৭ ফুট লম্বা একটি অজগর (পাইথন) সাপ। গতকাল সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়াগ্রাম থেকে সাপটি আটকা পড়ে। স্থানীয়রা জানায়, আকাব্বর হোসেন নামে স্থানীয় এক জেলে পুকুরের পাশে হাঁস প্রবেশে বাধা দেওয়ার জন্য জাল দিয়েছিলেন। এর মধ্যে দুপুরে এলাকাবাসী জালে একটি অজগর দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে মাছ ধরার কোচ দিয়ে আঘাত করে এটিকে ধরা হয়। সাপটি লম্বায় সাত ফুট। পরে খবর পেয়ে নরসিংদী সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের লোকজন সাপটি উদ্ধার করে।

সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম বলেন, অজগরটি উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।                -নরসিংদী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর