প্রায় ১০ মাস পর আবারও সদর উপজেলার কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধে ধস নেমেছে। গতকাল ভোরের দিকে হাটশ হরিপুর এলাকায় বাঁধের প্রায় ৩৫ থেকে ৪০ মিটার ব্লক গড়াই নদীগর্ভে চলে যায়। কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। ধসে পড়া স্থানের পাশেই বেশ কয়েকটি ঘরবাড়ি রয়েছে। তবে ধসে পড়া স্থান থেকে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর দূরত্ব প্রায় ১৫০ মিটার। কুষ্টিয়া শহরের গা ঘেঁষে হরিপুর ইউনিয়ন। এ ইউনিয়নকে শহরের সঙ্গে সংযুক্ত করতে ২০১৭ সালে গড়াই নদীর ওপর শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মাণ করা হয়। সেতুটি ওই বছরের ২৪ মার্চ উদ্বোধন করা হয়। সেতুটি রক্ষার জন্য উভয় পাশে ব্লক দিয়ে বাঁধও তৈরি করা হয়। সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৭৮ কোটি টাকা। আর সেতুর উভয় পাশের ৪১০ মিটার ব্লক বাঁধ নির্মাণে ব্যয় হয় আরও প্রায় ১০ কোটি টাকা। এর মধ্যে হরিপুর অংশে সেতুর পশ্চিম ও পূর্ব পাশে অন্তত ৩০০ মিটার বাঁধ নির্মাণ করা হয়। তবে নির্মাণের চর বছর পর বাঁধে ধসের সৃষ্টি হয়েছে। এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর একই জায়গায় বাঁধের প্রায় ৩০ মিটার ব্লক গড়াই নদীতে তলিয়ে যায়। সরেজমিন সেখানে গেলে স্থানীয়রা অভিযোগ করেন বছরখানেক আগে থেকেই নদীর এ স্থানটি ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও তারা এ ব্যাপারে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বারবার ধসের সৃষ্টি হচ্ছে। হুমকির মুখে পড়েছে সেতুটি। এলাকাবাসীর দাবি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীন জানান, প্রায় ১০ মাস আগে একই জায়গায় বাঁধটিতে ধসের সৃষ্টি হয়েছিল। আবারও একই স্থানে ধসের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মন্ডল জানান, শিগগিরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি