প্রায় ১০ মাস পর আবারও সদর উপজেলার কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু রক্ষা বাঁধে ধস নেমেছে। গতকাল ভোরের দিকে হাটশ হরিপুর এলাকায় বাঁধের প্রায় ৩৫ থেকে ৪০ মিটার ব্লক গড়াই নদীগর্ভে চলে যায়। কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। ধসে পড়া স্থানের পাশেই বেশ কয়েকটি ঘরবাড়ি রয়েছে। তবে ধসে পড়া স্থান থেকে শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর দূরত্ব প্রায় ১৫০ মিটার। কুষ্টিয়া শহরের গা ঘেঁষে হরিপুর ইউনিয়ন। এ ইউনিয়নকে শহরের সঙ্গে সংযুক্ত করতে ২০১৭ সালে গড়াই নদীর ওপর শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মাণ করা হয়। সেতুটি ওই বছরের ২৪ মার্চ উদ্বোধন করা হয়। সেতুটি রক্ষার জন্য উভয় পাশে ব্লক দিয়ে বাঁধও তৈরি করা হয়। সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় ৭৮ কোটি টাকা। আর সেতুর উভয় পাশের ৪১০ মিটার ব্লক বাঁধ নির্মাণে ব্যয় হয় আরও প্রায় ১০ কোটি টাকা। এর মধ্যে হরিপুর অংশে সেতুর পশ্চিম ও পূর্ব পাশে অন্তত ৩০০ মিটার বাঁধ নির্মাণ করা হয়। তবে নির্মাণের চর বছর পর বাঁধে ধসের সৃষ্টি হয়েছে। এর আগে ২০২০ সালের ১০ অক্টোবর একই জায়গায় বাঁধের প্রায় ৩০ মিটার ব্লক গড়াই নদীতে তলিয়ে যায়। সরেজমিন সেখানে গেলে স্থানীয়রা অভিযোগ করেন বছরখানেক আগে থেকেই নদীর এ স্থানটি ঝুঁকিপূর্ণ ছিল। বিষয়টি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও তারা এ ব্যাপারে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বারবার ধসের সৃষ্টি হচ্ছে। হুমকির মুখে পড়েছে সেতুটি। এলাকাবাসীর দাবি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দীন জানান, প্রায় ১০ মাস আগে একই জায়গায় বাঁধটিতে ধসের সৃষ্টি হয়েছিল। আবারও একই স্থানে ধসের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মন্ডল জানান, শিগগিরি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
সংযোগ সেতুর রক্ষা বাঁধে ধস
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর