পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বোট লোডিং সার্টিফিকেট (বিএলসি) নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। প্রতি বছর সুন্দরবনে মাছ, কাঁকড়া, মধু ও গোলপাতা আহরণের জন্য নৌকার ধরন অনুযায়ী সরকারিভাবে নির্ধারিত ফি দিয়ে বিএলসি নবায়ন করতে হয় বনজীবীদের। অভিযোগ আছে, বিএলসি নবায়নে মাঠে রয়েছে দালাল চক্র। তারা প্রত্যেক গ্রাহকের কাছ থেকে বিএলসি নবায়ন করতে ৭০০-১০০০ টাকা করে নিচ্ছেন। আর ভ্রমণ ট্রলারের বিএলসি ১২০০-১৮০০ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ৩৫০০ টাকা। গত ৩১ জুলাই নির্ধারিত সময়সীমা পার হলেও চলতি বছরের বিএলসি নবায়ন কাজ শেষ করতে পারেনি বনবিভাগ। সরকারি নীতিমালা অনুযায়ী প্রতি ১০০ মণ পরিমাপের নৌকার বিএলসির সরকারি রাজস্ব ২৪ টাকা। ৫০ মণে ১২ টাকা। আর ২৫ মণ পরিমাণের নৌকায় রাজস্ব ছয় টাকা। কিন্তু ২৫ মণের নৌকার বিএলসি নবায়নে ২০২১-২২ অর্থবছরে জেলেদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৭০০ থেকে ১০০০ টাকা। একাধিক জেলে, বাওয়াল, মৌয়ালসহ বিএলসি নবায়নকারী জানান, নৌকা অনুযায়ী সরকার নির্ধারিত অর্থের চেয়ে সিন্ডিকেটের মাধ্যমে বাড়তি টাকা আদায় করছে। এ ব্যাপারে কথা বললে বন আইনে মামলা খেতে হয়। ভুক্তভোগীরা বলেন, বর্তমানে বনে প্রবেশের পাশ বন্ধ। আমাদের কোনো আয় নেই। তারপরও অতিরিক্ত অর্থ দিয়ে বিএলসি নবায়ন করতে হয়েছে। কেউ বাড়তি টাকা আদায়ের প্রতিবাদ করলে তার বিরুদ্ধে একাধিক বন আইনে মামলা দেওয়া হয়। দালালের মাধ্যমে অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে প্রত্যেকের নৌকা স্টেশনে এনে মাপ জরিপ করে আরও বেশি অর্থ আদায় করে থাকে। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান, সরকারি নীতিমালা অনুযায়ী বিএলসি নবায়ন করা হয়েছে ৩১ জুলাই পর্যন্ত। বর্তমানে জরিমানাসহ নবায়ন কার্যক্রম চলছে। অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘আমার অফিসের বিরুদ্ধে আর্থিক লেনদেনের কোনো অভিযোগ নেই। কোনো জেলের সঙ্গে বাইরের কেউ লেনদেন করলে সেটা আমার জানার বিষয় নয়।’
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
জেলে-মৌয়ালদের বিএলসি নবায়নে বাড়তি অর্থ আদায়
প্রতিবাদ করলেই বন আইনে মামলা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর