রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
বিএসএফের ৪ রাউন্ড গুলিবর্ষণ

সীমান্তে এক বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহতের ঘটনা ঘটেছে। নিহতের নাম শোয়েবুর রহমান। শনিবার ভোররাতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের কাউনিয়ারচর এলাকার আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে গতকাল সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত  শোয়েবুর রহমান দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত এরাজ আলীর ছেলে। এলাকাবাসীরা ও জানান, গত শুক্রবার রাতে শহিবর রহমানসহ কয়েকজন গরু চোরাচালানের উদ্দেশে যায়। এ সময় ভারতের দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোঁড়ে।

এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শহিবর রহমান। পরে সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের হাবিলদার সহকারী মুকিব জানান, ভোররাতে সীমান্তে ৪ রাউন্ড গুলিবর্ষণের শব্দ শুনতে পেয়ে সেখানে গিয়ে লাশ দেখি। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ খবর