রাঙামাটির কাপ্তাই হ্রদজুড়ে কচুরিপানার জঞ্জাল। বন্ধ হয়ে গেছে মাছ ধরার প্রধান চ্যানেল সুবলং। তাই কচুরিপানা অপসারণের উদ্যোগ নিয়েছে রাঙামাটি হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র-বিএফডিসি। গতকাল সকালে বিএফডিসি রাঙামাটি হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলামের উদ্যোগে শুরু হয় হ্রদ থেকে কচুরিপানা অপসারণের কাজ। বিএফডিসির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জেলেরা দিনব্যাপী চেষ্টা চালায় কচুরিপানা অপসারণের। বিএফডিসি রাঙামাটি হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলাম জানান, পাহাড়ি ঢলে উজান থেকে কচুরিপানা নেমে আসছে। এসব কচুরিপানা রাঙামাটি কাপ্তাই হ্রদের বিভিন্ন পয়েন্টে জমা হওয়ার কারণে হ্রদে যেমন নৌ-চলাচল অব্যাহত হচ্ছে, তেমনি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে মাছ আহরণে। সম্প্রতি কাপ্তাই হ্রদের মাছ শিকার শুরু হওয়ার পর কচুরিপানার কারণে বন্ধ হয়ে গেছে সুবলং চ্যানেলটি। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ার পর মাত্র পাঁচ দিন মাছ শিকার করতে পেরেছে এ চ্যানেল থেকে জেলেরা। এখন একেবারে বন্ধ। শুধু সুবলং চ্যানেল নয়, হ্রদ এলাকার বরকল, ম্যারিশা, জুরাছড়ি, বাঘাইছড়ি, লংগদু, বিলাইছড়ি, কাপ্তাই ও নানিয়ারচর উপজেলার বিভিন্ন পয়েন্টে রয়েছে বড় বড় কচুরিপানার জঞ্জাল। কচুরিপানার জন্য মাছ শিকারে বেগ পেতে হচ্ছে জেলেদের। আপতত সুবলং চ্যানেল পরিষ্কার করা হচ্ছে। পুরো হ্রদের কচুরিপানা অপসারণ করতে সরকারি সহায়তার প্রয়োজন আছে। জানা গেছে, রাঙামাটি কাপ্তাই হ্রদে কচুরিপানার জন্য এরই মধ্যে ঘটেছে বেশ কিছু ঘটনা-দুর্ঘটনা। কচুরিপানার জঞ্জালে স্পিডবোটের পাঙ্খা আটকে ডুবে গেছে পর্যটক। শুধু তাই নয়, সম্প্রতি সুবলং ঝরনায় বেড়াতে গিয়ে কচুরিপানার জঞ্জালে আটকে পড়েছিল আট পর্যটক।
শিরোনাম
- উট ও স্বর্ণ থেকে সাম্রাজ্য: দাগোলোর হাতে এখন অর্ধেক সুদান
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
কাপ্তাই হ্রদে কচুরিপানার জঞ্জাল
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর