বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত ইট বিছানো রাস্তা সংযোগ স্থাপন করেছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও পাশের সরাইল উপজেলার মধ্যে। এই রাস্তায় ১২টি কালভার্ট রয়েছে পানি নিষ্কাশনের জন্য। এর মধ্যে দুটির অবস্থান নাসিরনগর উপজেলার ঘুজিয়াখাই গ্রামে। ঘুজিয়াখাইসহ আশপাশের পানি এ কালভার্ট দিয়ে বের হয়ে বেমালিয়া নদীতে নেমে যেত। স্থানীয় দুই ব্যক্তি কালভার্ট দুটির সামনের অংশ বালি দিয়ে ভরাট করে ঘর নির্মাণ করেছে বলে দাবি স্থানীয়দের। এতে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে ৩০০ পরিবার। স্থানীয়দের দাবি, তিন মাস ধরে পানিবন্দী হয়ে থাকায় ওই সব পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন পানিবাহিত নানা রোগে। স্কুলে যেতে পারছে না অর্ধশতাধিক শিক্ষার্থী। বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তলিয়ে গেছে কৃষকের সবজি বাগান। অনেকে বসতবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এলাকার একমাত্র চকবাজারটির একাংশও পানির নিচে। নাসিরনগর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী ইসহাক মিয়া বলেন, ঘুজিয়াখাই গ্রামের জলাবদ্ধতার কথা কেউ আমাদের জানায়নি। জলাবদ্ধতার প্রকৃত কারণ জেনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, ঘুজিয়াখাই গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের চকবাজারসহ এলাকার অধিকাংশ মানুষ পানিবন্দী। গ্রামের একমাত্র সড়ক, মৌসুমি সবজি বাগান ও বাড়ির আঙিনা পানিতে একাকার হয়ে রয়েছে। দেখলে মনে হয় যেন বন্যাকবলিত এলাকা। ঘুজিয়াকাই গ্রামের চকবাজার কমিটির সভাপতি আবদুল মজিদ বলেন, দুটি কালভার্ট মুখ পথ বন্ধ করায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ গ্রামের ৩০০ পরিবার মানবেতর জীবনযাপন করছে। পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। স্থানীয় চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ জানান, কেউ যদি পানি প্রবাহে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
তিন মাস পানিবন্দী ৩০০ পরিবার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর