কুড়িগ্রামে চলতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। নষ্ট হয়েছে সদ্য রোপণ করা আমন চারা, বীজতলা, বিভিন্ন প্রকার শাকসবজি খেত। ভেসে গেছে বিভিন্ন পুকুর ও ঘেরের মাছ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে বন্যায় কুড়িগ্রামের ২৬ হাজার ৪০৫ হেক্টর জমির ফসল তলিয়ে অধিকাংশই নষ্ট হয়ে গেছে। মৎস্য বিভাগ জানায়, চলতি বন্যায় জেলার ২৯১টি পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২৬২ জন মৎস্যজীবী। সব মিলিয়ে সম্প্রতি দুই সপ্তাহের বন্যায় শুধু কৃষি খাতে ক্ষতি হয়েছে ৩১ কোটি তিন লাখ ৭০ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত কৃষক সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৫৭৯ জন। এ ছাড়া পুকুর তলিয়ে যাওয়ায় মৎস্য বিভাগের ক্ষতির পরিমাণ ৭৪ লাখ ৫১ হাজার টাকা। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রোপা আমনের। সবজি চাষিরা তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হলেও ১ হাজার ১৯৫ হেক্টর সবজির মধ্যে ৬১ হেক্টর সম্পূর্ণ বিনষ্ট হয়েছে। আর ৬৭ হেক্টর বীজতলা পচে চাষের অনুপযোগী হয়ে পড়ে। বন্যায় বেশি ক্ষতি হয়েছে সদর, চিলমারী, নাগেশ্বরী ও উলিপুর উপজেলায়। জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, চলতি বন্যায় ৪৪ দশমিক ৬০ হেক্টর আয়তনের ২৯১টি পুকুর প্লাবিত হয়ে ৬৪ দশমিক ৬০ মেট্রিকটন মাছ ভেসে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৬২ জন মৎস্য চাষি। মোট ক্ষতি হয়েছে ৭৪ লাখ ৫১ হাজার টাকার। জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. আবদুল হাই সরকার জানান, সাম্প্রতিক বন্যায় গো-চারণভূমি ডুবে যাওয়ায় গবাদি পশুরও অনেক সমস্যা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মঞ্জুরুল হক জানান, সরকারিভাবে যে বীজতলা করে দেওয়া হয়েছে, সেখান থেকেও কৃষক বীজ নিয়ে কাজে লাগাচ্ছেন। এতে বন্যার ক্ষতি কাটিয়ে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
কুড়িগ্রামে বন্যায় ক্ষতি কৃষিতে ৩১ কোটি টাকা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর