টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর খোলাঘাটা থেকে বেতুয়া পর্যন্ত চার কিলোমিটার কাঁচা সড়কে সৃষ্ট বড় বড় গর্তে পানি আর কাদা জমে চলার অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়কে চলাচলকারী স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সড়কটি পাকাকরণে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। ফলে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছেন তারা। এলাকাবাসী জানান, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ওই চার কিলোমিটার সড়কে বাইসাইকেল, মোটরসাইল ও ভ্যান চলা তো দূরের কথা হাঁটাই দুঃসাধ্য হয়ে পড়েছে। এলাকায় উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়া সম্ভব হচ্ছে না। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর প্রাথমিক বিদ্যালয়, বেতুয়া উচ্চ বিদ্যালয়, খোলাঘাটা কিন্ডার গার্টেন, করটিয়া সা’দত কলেজ, সরকারি মুজিব কলেজ, সখীপুর আবাসিক মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা চলাচল করছেন। খোলাঘাটা বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর, বিপ্লব, রিপন বলেন, রাস্তায় চলতি বর্ষায় সৃষ্ট গর্তে পানি আর কাদা জমে একাকার হয়ে গেছে। ওই রাস্তা মাড়িয়ে ছেলেমেয়ে স্কুল-কলেজে যেতে চায় না। কাদার কারণে রাস্তায় গরু আর ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন না চলায় গর্ভবর্তী মহিলা ও অসুস্থদের হাসপাতালে নিতে মহাবিপদে পড়তে হয়। কলেজশিক্ষার্থী সুমন ও শাহানাজ জানান, প্রতিদিনই জুতা হাতে নিয়ে প্যান্ট ও সালোয়ার কুচিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নওজেস আলী এবং বিএনপি নেতা কবির হাসান বলেন, সড়কটি দিয়ে কয়েক মাস ধরে কৃষককের উৎপাদিত পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সড়কটি পাকাকরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। স্থানীয় দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, অচিরেই সড়কটি পাকাকরণের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দফতরে জানানো হবে। উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন, এটিসহ উপজেলা কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
চার কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ
নাসির উদ্দিন, টাঙ্গাইল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর