টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর খোলাঘাটা থেকে বেতুয়া পর্যন্ত চার কিলোমিটার কাঁচা সড়কে সৃষ্ট বড় বড় গর্তে পানি আর কাদা জমে চলার অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়কে চলাচলকারী স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সড়কটি পাকাকরণে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। ফলে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছেন তারা। এলাকাবাসী জানান, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ওই চার কিলোমিটার সড়কে বাইসাইকেল, মোটরসাইল ও ভ্যান চলা তো দূরের কথা হাঁটাই দুঃসাধ্য হয়ে পড়েছে। এলাকায় উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়া সম্ভব হচ্ছে না। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর প্রাথমিক বিদ্যালয়, বেতুয়া উচ্চ বিদ্যালয়, খোলাঘাটা কিন্ডার গার্টেন, করটিয়া সা’দত কলেজ, সরকারি মুজিব কলেজ, সখীপুর আবাসিক মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা চলাচল করছেন। খোলাঘাটা বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর, বিপ্লব, রিপন বলেন, রাস্তায় চলতি বর্ষায় সৃষ্ট গর্তে পানি আর কাদা জমে একাকার হয়ে গেছে। ওই রাস্তা মাড়িয়ে ছেলেমেয়ে স্কুল-কলেজে যেতে চায় না। কাদার কারণে রাস্তায় গরু আর ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন না চলায় গর্ভবর্তী মহিলা ও অসুস্থদের হাসপাতালে নিতে মহাবিপদে পড়তে হয়। কলেজশিক্ষার্থী সুমন ও শাহানাজ জানান, প্রতিদিনই জুতা হাতে নিয়ে প্যান্ট ও সালোয়ার কুচিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নওজেস আলী এবং বিএনপি নেতা কবির হাসান বলেন, সড়কটি দিয়ে কয়েক মাস ধরে কৃষককের উৎপাদিত পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সড়কটি পাকাকরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। স্থানীয় দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, অচিরেই সড়কটি পাকাকরণের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দফতরে জানানো হবে। উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন, এটিসহ উপজেলা কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
শিরোনাম
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
চার কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ
নাসির উদ্দিন, টাঙ্গাইল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর