টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর খোলাঘাটা থেকে বেতুয়া পর্যন্ত চার কিলোমিটার কাঁচা সড়কে সৃষ্ট বড় বড় গর্তে পানি আর কাদা জমে চলার অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়কে চলাচলকারী স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সড়কটি পাকাকরণে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। ফলে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছেন তারা। এলাকাবাসী জানান, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ওই চার কিলোমিটার সড়কে বাইসাইকেল, মোটরসাইল ও ভ্যান চলা তো দূরের কথা হাঁটাই দুঃসাধ্য হয়ে পড়েছে। এলাকায় উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়া সম্ভব হচ্ছে না। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর প্রাথমিক বিদ্যালয়, বেতুয়া উচ্চ বিদ্যালয়, খোলাঘাটা কিন্ডার গার্টেন, করটিয়া সা’দত কলেজ, সরকারি মুজিব কলেজ, সখীপুর আবাসিক মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা চলাচল করছেন। খোলাঘাটা বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর, বিপ্লব, রিপন বলেন, রাস্তায় চলতি বর্ষায় সৃষ্ট গর্তে পানি আর কাদা জমে একাকার হয়ে গেছে। ওই রাস্তা মাড়িয়ে ছেলেমেয়ে স্কুল-কলেজে যেতে চায় না। কাদার কারণে রাস্তায় গরু আর ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন না চলায় গর্ভবর্তী মহিলা ও অসুস্থদের হাসপাতালে নিতে মহাবিপদে পড়তে হয়। কলেজশিক্ষার্থী সুমন ও শাহানাজ জানান, প্রতিদিনই জুতা হাতে নিয়ে প্যান্ট ও সালোয়ার কুচিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নওজেস আলী এবং বিএনপি নেতা কবির হাসান বলেন, সড়কটি দিয়ে কয়েক মাস ধরে কৃষককের উৎপাদিত পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সড়কটি পাকাকরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। স্থানীয় দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, অচিরেই সড়কটি পাকাকরণের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দফতরে জানানো হবে। উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন, এটিসহ উপজেলা কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চার কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ
নাসির উদ্দিন, টাঙ্গাইল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর