টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর খোলাঘাটা থেকে বেতুয়া পর্যন্ত চার কিলোমিটার কাঁচা সড়কে সৃষ্ট বড় বড় গর্তে পানি আর কাদা জমে চলার অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়কে চলাচলকারী স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সড়কটি পাকাকরণে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। ফলে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছেন তারা। এলাকাবাসী জানান, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ওই চার কিলোমিটার সড়কে বাইসাইকেল, মোটরসাইল ও ভ্যান চলা তো দূরের কথা হাঁটাই দুঃসাধ্য হয়ে পড়েছে। এলাকায় উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়া সম্ভব হচ্ছে না। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর প্রাথমিক বিদ্যালয়, বেতুয়া উচ্চ বিদ্যালয়, খোলাঘাটা কিন্ডার গার্টেন, করটিয়া সা’দত কলেজ, সরকারি মুজিব কলেজ, সখীপুর আবাসিক মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা চলাচল করছেন। খোলাঘাটা বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর, বিপ্লব, রিপন বলেন, রাস্তায় চলতি বর্ষায় সৃষ্ট গর্তে পানি আর কাদা জমে একাকার হয়ে গেছে। ওই রাস্তা মাড়িয়ে ছেলেমেয়ে স্কুল-কলেজে যেতে চায় না। কাদার কারণে রাস্তায় গরু আর ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন না চলায় গর্ভবর্তী মহিলা ও অসুস্থদের হাসপাতালে নিতে মহাবিপদে পড়তে হয়। কলেজশিক্ষার্থী সুমন ও শাহানাজ জানান, প্রতিদিনই জুতা হাতে নিয়ে প্যান্ট ও সালোয়ার কুচিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নওজেস আলী এবং বিএনপি নেতা কবির হাসান বলেন, সড়কটি দিয়ে কয়েক মাস ধরে কৃষককের উৎপাদিত পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সড়কটি পাকাকরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। স্থানীয় দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, অচিরেই সড়কটি পাকাকরণের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দফতরে জানানো হবে। উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন, এটিসহ উপজেলা কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
শিরোনাম
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
চার কিলোমিটার কাঁচা সড়কে চরম দুর্ভোগ
নাসির উদ্দিন, টাঙ্গাইল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর