টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর খোলাঘাটা থেকে বেতুয়া পর্যন্ত চার কিলোমিটার কাঁচা সড়কে সৃষ্ট বড় বড় গর্তে পানি আর কাদা জমে চলার অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তির শিকার হচ্ছেন এ সড়কে চলাচলকারী স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সড়কটি পাকাকরণে জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। ফলে যুগের পর যুগ দুর্ভোগ পোহাচ্ছেন তারা। এলাকাবাসী জানান, উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ওই চার কিলোমিটার সড়কে বাইসাইকেল, মোটরসাইল ও ভ্যান চলা তো দূরের কথা হাঁটাই দুঃসাধ্য হয়ে পড়েছে। এলাকায় উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়া সম্ভব হচ্ছে না। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে দাড়িয়াপুর এসএ উচ্চ বিদ্যালয়, দাড়িয়াপুর প্রাথমিক বিদ্যালয়, বেতুয়া উচ্চ বিদ্যালয়, খোলাঘাটা কিন্ডার গার্টেন, করটিয়া সা’দত কলেজ, সরকারি মুজিব কলেজ, সখীপুর আবাসিক মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা চলাচল করছেন। খোলাঘাটা বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর, বিপ্লব, রিপন বলেন, রাস্তায় চলতি বর্ষায় সৃষ্ট গর্তে পানি আর কাদা জমে একাকার হয়ে গেছে। ওই রাস্তা মাড়িয়ে ছেলেমেয়ে স্কুল-কলেজে যেতে চায় না। কাদার কারণে রাস্তায় গরু আর ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন না চলায় গর্ভবর্তী মহিলা ও অসুস্থদের হাসপাতালে নিতে মহাবিপদে পড়তে হয়। কলেজশিক্ষার্থী সুমন ও শাহানাজ জানান, প্রতিদিনই জুতা হাতে নিয়ে প্যান্ট ও সালোয়ার কুচিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা নওজেস আলী এবং বিএনপি নেতা কবির হাসান বলেন, সড়কটি দিয়ে কয়েক মাস ধরে কৃষককের উৎপাদিত পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে। তারা স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের সড়কটি পাকাকরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। স্থানীয় দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, অচিরেই সড়কটি পাকাকরণের ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট দফতরে জানানো হবে। উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন, এটিসহ উপজেলা কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত
- পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত ডা. মিজান
- ফরিদপুরে এ কে আজাদকে অবাঞ্ছিত ঘোষণা
- মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন
- শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
- লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
- নারায়ণগঞ্জে মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসানে ডিসির উদ্যোগ
- দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে : গয়েশ্বর
- ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক
- লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান
- ফাজিল পরীক্ষা শুরু শনিবার, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী
- সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি : মির্জা ফখরুল
- ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’
- পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বিকল্প নেই : সুপ্রদীপ চাকমা