রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পাকুন্দিয়া আওয়ামী লীগের দুই গ্রুপের বিক্ষোভ, আহত ১০

কিশোরগঞ্জ প্রতিনিধি

পাকুন্দিয়া আওয়ামী লীগের দুই গ্রুপের বিক্ষোভ, আহত ১০

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম সভা ডাকা হয় শনিবার সকালে কমিটির আহ্‌বায়ক সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের বাড়িতে। এ সভা প্রতিহত করার ঘোষণা দিয়ে নূর মোহাম্মদ এমপি গ্রুপের নেতা-কর্মীরা সোহরাবের বাড়ির পাশে সকালে পাল্টা সভা ডাকে। পুলিশ সেখানে অবস্থান নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নূর মোহাম্মদ এমপির সমর্থকরা জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদের নেতৃত্বে পুলেরঘাট বাজারে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অপরদিকে, নিজ বাড়িতে আহ্‌বায়ক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা চলাচালে তার কর্মী-সমর্থকরা দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে বাড়ির বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। এদিকে সভাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ন‚র মোহাম্মদ এমপির সমর্থকরা দরগা বাজারে সোহরাব উদ্দিনের বাড়ি ঘেরাও করতে গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।

এ ব্যাপারে নূর মোহাম্মদ গ্রুপের আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, ‘যুদ্ধাপরাধ মামলার আসামি সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্‌বায়ক মনোনীত করা হয়েছে।’ কমিটির আহ্‌বায়ক সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বলেন, ‘বৈধ কমিটি নিজ বাড়িতে সভা ডেকেছি। তারা আমার বাড়িতে এসে হামলা করেছে।’

সর্বশেষ খবর