সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সম্প্রীতি বজায় রাখার আহ্বান

গোপালগঞ্জ প্রতিনিধি

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনায় মুসলিম সম্প্রদায়কে সম্প্রীতি বজায় রাখার আহ্‌বান জানিয়েছে খাদেমুল ইসলাম বাংলাদেশ। কোরআন অবমাননার প্রতিবাদে গতকাল গওহরডাঙ্গা মাদরাসায় আলেম-উলামা ও জনতার এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাদেমুল ইসলাম বাংলাদেশের জিম্মাদার ও গওহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমাদ।

মুখ্য বক্তব্য রাখেন ছদর সাহেব রহ.-এর পৌত্র মুফতি উসামা আমীন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে দীর্ঘকাল ধরে সব ধর্মের মানুষ শান্তিতে সহাবস্থান করে আসছে। সম্প্রতি কিছু উগ্রপন্থি ইসলাম নিয়ে কটূক্তি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চালাচ্ছে। কুমিল্লার ঘটনা সেই চক্রান্ত বাস্তবায়নের অংশ। প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। মুফতি মাকসুদুল হক ও মুফতি মোহাম্মদ তাসনীমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার মহাসচিব মাওলানা শামছুল হক, মুফতি নুরুল ইসলাম, হাজী শরিয়াতুল্লার সপ্তম পুরুষ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, মাওলানা কবিরুল ইসলাম, তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা ঝিনাত আলী, খাদেমুল ইসলাম বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মুফতি মোস্তফা কাসেম, মাওলানা আব্দুল্লাহ খুলনা, মাওলানা হায়াত আলী, মুফতি মইনুদ্দিন, খাদেমুল ইসলাম ইমাম পরিষদের মাওলানা আতাউর রহমানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর