রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মনোনয়নপ্রত্যাশী নৌকার বিরোধিতা করা ২২ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত ইউপি নির্বাচনে নৌকা না পেয়ে বিদ্রোহী প্রার্থী এবং উপজেলা পরিষদ নির্বাচনে দলের বিরোধিতা করা ২২ জন এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হলে তাকে আর নৌকা প্রতীক দেওয়া হবে। তৃতীয় ধাপে নবীনগর উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী কাজী জহিরউদ্দীন সিদ্দিক টিটো জানান, ওই নির্বাচনে নবীনগর পশ্চিম ইউপি চেয়ারম্যান ফিরোজ মিয়া, নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান মৌসুমী আক্তার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার হোসেন জামাল, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা, রসুল্লাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, সলিমগঞ্জ ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সরাসরি নৌকার বিরোধিতা করেছেন। তারা এবার আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছে।

তাদের ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রে জানান হয়েছে। পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মৌসুমী আক্তার বলেন, আমি বিদ্রোহী হয়েও গত নির্বাচনে বিজয়ী হয়েছি। আবার নৌকার মনোনয়ন চেয়েছি, দিলে নির্বাচন করব। জানা যায়, নবীনগর উপজেলার ১৩টি ইউনিয়নে ১০৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন। এদের মধ্যে ১১ জন বর্তমান চেয়ারম্যান। গত ১৬ অক্টোবর নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল বলেন, দলের বিপক্ষে যারা কাজ করেছে কিংবা প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়েছেন তাদের আমলনামা তৈরি করে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, বিদ্রোহীসহ অন্য অভিযোগ থাকা মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে নিজ নিজ উপজেলা আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর