রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অবৈধ সোঁতিজালে মাছের সর্বনাশ

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের বিলশা এলাকায় নদীতে বাঁশের বেড়া ও অবৈধ সোঁতিজাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। সোঁতিজালে নির্বিচারে ধরা পড়ছে ছোট-বড় নানা প্রজাতির মাছ। সোঁতিজাল দিয়ে মাছ ধরেন এমন কয়েকজন জানান, একটি জাল পাততে দুই-তিন লাখ টাকা খরচ হয়। সব ম্যানেজ করেই মাছ শিকার করছেন তারা। বর্তমানে নদীতে পানি বেশি থাকায় মাছ কম ধরা পড়ছে। পানি নামার সময় এক টানেই ১০ হাজার ২০ টাকার মাছ জালে ধরা পড়ে। নদীর দুই পাড় বরাবর বাঁশ, নেটজাল ও তালাই দিয়ে বেড়া দেওয়া হয়েছে। মাঝখানে ফাঁকা জায়গায় পাতা হয় জাল। ৩০ থেকে ৪০ মিনিট পরপর জাল তুলে সংগ্রহ করা হয় মাছ। পিপলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, নদীতে এভাবে সোঁতিজাল পাতায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সমস্যা হয় নৌকা চলাচলে। গত বৃহস্পতিবার রাতে পিপলা এলাকা থেকে দুটি সোঁতিজাল পুলিশ আটক করে নিয়ে গেছে।

তবে বিলশা এলাকায় এখনো রয়েছে সোঁতিজাল। গুরুদাসপুর থানার ওসি আবদুল মতিন বলেন, সোঁতিজালের বিরুদ্ধে অভিযান চলছে। বিলশা এলাকার সোঁতিজালও উচ্ছেদ করা হবে। ইউএনও তমাল হোসেন বলেন, সোঁতিজাল দিয়ে কাউকে মাছ শিকার করতে দেওয়া হবে না। মৎস্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত অভিযান জোরদার করা হবে।

সর্বশেষ খবর