টানা দুই দিনের বৃষ্টি ও বাতাসে ঠাকুরগাঁওয়ে রোপা আমন ধান, আলুসহ সবজি খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় অনেকে আধপাকা ধান কেটে কিছুটা হলে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সদর ও বালিয়াডাঙ্গীর কৃষক আবদুল ওহাব, সমশের আলী, আলাউদ্দিন জানান, দুই দিনের বৃষ্টিতে ফসল হারিয়ে কৃষক সর্বস্বান্তের পথে। বৃষ্টির পানিতে রোপা আমন, শীতকালীন সবজি ও আলু রোপণের পর বীজের ক্ষতি হয়েছে। জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলার কৃষকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি বিভাগের তথ্যমতে, দুই দিন ঠাকুরগাঁওয়ে ৬৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে।
এর মধ্যে সাত হাজার হেক্টর আমন এবং বাকিগুলো আলুসহ অন্য সবজি। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফরের উপ-পরিচালক আবু হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে জেলার অনেক কৃষক ক্ষতির মুখে পড়েছেন। তাদের পক্ষ থেকে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করা হচ্ছে। মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সব কৃষকের মাঠে যাওয়ার চেষ্টা চলছে।