শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

টিকা নিতে গিয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তি

মাদারীপুর প্রতিনিধি

করোনা টিকা নিতে গিয়ে পুলিশের সঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদের ধস্তাধস্তি হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ফলে টিকা নিতে না পেরে বাড়ি ফিরে গেছেন অনেক শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ নভেম্বর জেলা সদর হাসপাতালে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু করেন কর্তৃপক্ষ। গতকাল সকালে পাঁচ উপজেলার হাজার হাজার শিক্ষার্থী টিকা নিতে সদর হাসপাতালে আসেন। সকাল ৯টায় শুরু হয় দ্বিতীয় দিনের টিকাদান কার্যক্রম। দক্ষ জনবল না থাকায় ধীরগতিতে চলে টিকা পুশ। অনেকে দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে ভিতরে প্রবেশ করতে গেলে দায়িত্বরত পুলিশের সঙ্গে পরীক্ষার্থীদের বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। টিকা দিতে না পেরে বাড়ি চলে যান অনেকে। টিকা নিতে আসা কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী জানান, সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়েও টিকাদান কক্ষে ঢুকতে পারেননি অনেকে। পুলিশ গেটে আটকে দিয়েছে। তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। স্বল্পসংখ্যক নার্স দিয়ে টিকা দেওয়ায় সময় বেশি লাগে। রোদে দাঁড়িয়ে থাকতে অনেক সমস্যা হয়। একসঙ্গে সব কলেজের পরীক্ষার্থীরা টিকা নিতে আসায় এ সমস্যা হয়েছে দাবি করে সিভিল সার্জন ডা. ইকরাম হোসেন বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ছয়জন স্টাফনার্স দিয়ে টিকা কার্যক্রম চালানো হচ্ছে।

১৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শেষ করতে হবে। এ কারণে চাপ বেড়েছে।

সর্বশেষ খবর