ত্যাগী ও কারা নির্যাতিতদের মূল্যায়িত না করাসহ নানা অভিযোগ এনে লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নবগঠিত ৪টি ইউনিট কমিটির নেতারা গণপদত্যাগ করেছেন। রবিবার (২১ নভেম্বর) বিকালে শহরের একটি রেস্তোরাঁয় তারা গণমাধ্যম কর্মীদের ডেকে আনুষ্ঠানিকভাবে দলের ৩৮জন নেতা একসঙ্গে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তারা জেলা কমিটির বিরুদ্ধে স্বজনপ্রীতি ও পদ বাণিজ্যের অভিযোগও তোলেন। পদত্যাগকারীরা জানান, গত ১৭ নভেম্বর মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ৬টি ইউনিটের কমিটি গঠন করে জেলা কমিটি। উক্ত কমিটিতে দলের ত্যাগীদের যথাযথ মূল্যায়ন না করে অযোগ্য, অরাজনৈতিক, দলছুট, তেলবাজদের মূল পদে রেখে স্বজনপ্রীতি ও পদ বাণিজ্যের মাধ্যমে নিজেদের অনুসারীদের দিয়ে কমিটি গঠন করা হয়। এতে করে আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় থেকে মামলা হামলার শিকার হয়েছেন এমন প্রকৃত নেতা-কর্মীরা অনেকে বঞ্চিত হয়েছেন বলে জানান তারা। কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে সদর পশ্চিম ও পূর্ব, পৌর ও চন্দ্রগঞ্জ থানা কমিটি পুনর্বিবেচনা করে গঠনের দাবিতে ৩৮নেতা গণপদত্যাগ করেন। এ সময় বক্তব্য রাখেন নবগঠিত সদর পশ্চিম শাখা সেবক দলের আহ্বায়ক জামাল হোসেন, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মঞ্জু, পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক তারেকুর রহমান রাসেল, চন্দ্রগঞ্জ থানা যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ। পদত্যাগকারী অপর নেতারা হলেন, সদর পশ্চিমের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, আজম চৌধুরী, জাহাঙ্গীর, পূর্ব কমিটির যুগ্ম আহ্বায়ক মো. তারেকুর রহমান, মো. রাকিব হোসেন, নিয়াজ মাহমুদ, চন্দ্রগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক সাহাদাত হোসেন, জিল্লুর রহিম, মামুনুর রশিদসহ ৩৮ জন নেতা। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেন এসব নেতা।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮ নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর