কমলগঞ্জে বুনো শূকরের হানায় নষ্ট হয়েছে প্রায় ১ হাজার একর জমির আমন ধান ও সবজি খেত। এক মাস ধরে উপজেলার ছয়টি এলাকায় চলছে এ তান্ডব। পাকা ধান ঘরে তোলার সময় শূকরের এমন আচরণে ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষক। এ অবস্থায় শূকর থেকে ফসল বাঁচানোর জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন তারা। কৃষক জানান, লংগুরপার, দক্ষিণ বালিগাঁও, বাঘমারা, সরইবাড়ী, ভেড়াছড়া, ছাতকছড়ার ফসলি জমিতে লাউয়াছড়া বনের শূকর প্রতি রাতে হানা দেয়। পাকা ধান ও শীতকালীন সবজি খেতে শূকরের দল এসে নষ্ট করে ফেলছে। ধান, আলু, মুলা এমনকি কলা গাছসহ বিভিন্ন গাছ উপড়ে ফেলছে। শূকর তাড়ানোর চেষ্টা করলে উল্টো মানুষকে ধাওয়া দেয়। সারা দিন কাজ করে আবার রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে। পাকা ধান রক্ষায় মাঠে বাঁশ দিয়ে মাচা বানিয়ে শীত উপেক্ষা করে পাহারা দেন কৃষক। সঙ্গে রাখেন প্লাস্টিক ও টিনের তৈরি ড্রাম। কিছুক্ষণ পর শব্দ করে চিৎকার করেন, যাতে শূকর চলে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক জাহির মিয়া বলেন, ‘শূকর আমাদের অনেকের ফসল নষ্ট করে ফেলছে। এ অবস্থায় প্লাস্টিক ও টিনের ড্রামের শব্দ করে রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে। এসব শূকর মানুষকেও আক্রমণ করে। এ কারণে উঁচুতে বাঁশের মাচা তৈরি করেছি, যাতে শূকর আক্রমণ করতে না পারে।’ একইভাবে মাচা তৈরি করে রাতভর ফসল পাহারা দিচ্ছেন কৃষক মুরাজ মিয়া, আবুল হোসেন, কৈইনুর, দুলাল মিয়া। ফসল কাটার আগ পর্যন্ত চলবে তাদের পাহারা। তবে বুনো শূকরের আক্রমণ ঠেকাতে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরিবেশবাদী মোহাইমিন মিল্টন বলেন, ‘বন উজাড় ও বনভূমি বেদখল হওয়ায় বন্যপ্রাণী লোকালয়ে হানা দিচ্ছে। আগে বন্যপ্রাণীরা এভাবে লোকালয়ে হানা দেয়নি, মানুষের কোনো ক্ষতিও করেনি।’ লাউয়াছড়ার বেদখল বনভূমি উদ্ধার করে প্রাণীদের জন্য বনজ গাছ লাগানোর দাবি জানান তিনি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বন্যপ্রাণীর নির্দিষ্ট কোনো এলাকা নেই। ফলে এরা খাবারের জন্য লোকালয়ে হানা দিচ্ছে। বিশেষ করে বুনো শূকর ধান খেতে পছন্দ করে। পাকা ধান খাওয়ার জন্য মাঠে হানা দিচ্ছে শূকরের দল।’
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল