কমলগঞ্জে বুনো শূকরের হানায় নষ্ট হয়েছে প্রায় ১ হাজার একর জমির আমন ধান ও সবজি খেত। এক মাস ধরে উপজেলার ছয়টি এলাকায় চলছে এ তান্ডব। পাকা ধান ঘরে তোলার সময় শূকরের এমন আচরণে ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষক। এ অবস্থায় শূকর থেকে ফসল বাঁচানোর জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন তারা। কৃষক জানান, লংগুরপার, দক্ষিণ বালিগাঁও, বাঘমারা, সরইবাড়ী, ভেড়াছড়া, ছাতকছড়ার ফসলি জমিতে লাউয়াছড়া বনের শূকর প্রতি রাতে হানা দেয়। পাকা ধান ও শীতকালীন সবজি খেতে শূকরের দল এসে নষ্ট করে ফেলছে। ধান, আলু, মুলা এমনকি কলা গাছসহ বিভিন্ন গাছ উপড়ে ফেলছে। শূকর তাড়ানোর চেষ্টা করলে উল্টো মানুষকে ধাওয়া দেয়। সারা দিন কাজ করে আবার রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে। পাকা ধান রক্ষায় মাঠে বাঁশ দিয়ে মাচা বানিয়ে শীত উপেক্ষা করে পাহারা দেন কৃষক। সঙ্গে রাখেন প্লাস্টিক ও টিনের তৈরি ড্রাম। কিছুক্ষণ পর শব্দ করে চিৎকার করেন, যাতে শূকর চলে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক জাহির মিয়া বলেন, ‘শূকর আমাদের অনেকের ফসল নষ্ট করে ফেলছে। এ অবস্থায় প্লাস্টিক ও টিনের ড্রামের শব্দ করে রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে। এসব শূকর মানুষকেও আক্রমণ করে। এ কারণে উঁচুতে বাঁশের মাচা তৈরি করেছি, যাতে শূকর আক্রমণ করতে না পারে।’ একইভাবে মাচা তৈরি করে রাতভর ফসল পাহারা দিচ্ছেন কৃষক মুরাজ মিয়া, আবুল হোসেন, কৈইনুর, দুলাল মিয়া। ফসল কাটার আগ পর্যন্ত চলবে তাদের পাহারা। তবে বুনো শূকরের আক্রমণ ঠেকাতে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরিবেশবাদী মোহাইমিন মিল্টন বলেন, ‘বন উজাড় ও বনভূমি বেদখল হওয়ায় বন্যপ্রাণী লোকালয়ে হানা দিচ্ছে। আগে বন্যপ্রাণীরা এভাবে লোকালয়ে হানা দেয়নি, মানুষের কোনো ক্ষতিও করেনি।’ লাউয়াছড়ার বেদখল বনভূমি উদ্ধার করে প্রাণীদের জন্য বনজ গাছ লাগানোর দাবি জানান তিনি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বন্যপ্রাণীর নির্দিষ্ট কোনো এলাকা নেই। ফলে এরা খাবারের জন্য লোকালয়ে হানা দিচ্ছে। বিশেষ করে বুনো শূকর ধান খেতে পছন্দ করে। পাকা ধান খাওয়ার জন্য মাঠে হানা দিচ্ছে শূকরের দল।’
শিরোনাম
- এয়ার ইন্ডিয়ার বিমানে বারবার ত্রুটি, এবার জয়পুরে জরুরি অবতরণ
- সোশ্যাল মিডিয়ায় পাতা ‘লাভের ফাঁদে’ ২.১৫ কোটি রুপি গায়েব ব্যবসায়ীর
- বাছাইকৃত সংবাদ
- মঙ্গলে ছিল পানি, ছিল পরিবেশও—তবুও প্রাণ টেকেনি!
- ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
- দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
- কারালের ধ্বংসের পর কী ঘটেছিল? পেনিকো শহর দিচ্ছে নতুন ইঙ্গিত
- ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
ফসল রক্ষায় রাত জেগে পাহারা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর