কমলগঞ্জে বুনো শূকরের হানায় নষ্ট হয়েছে প্রায় ১ হাজার একর জমির আমন ধান ও সবজি খেত। এক মাস ধরে উপজেলার ছয়টি এলাকায় চলছে এ তান্ডব। পাকা ধান ঘরে তোলার সময় শূকরের এমন আচরণে ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষক। এ অবস্থায় শূকর থেকে ফসল বাঁচানোর জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন তারা। কৃষক জানান, লংগুরপার, দক্ষিণ বালিগাঁও, বাঘমারা, সরইবাড়ী, ভেড়াছড়া, ছাতকছড়ার ফসলি জমিতে লাউয়াছড়া বনের শূকর প্রতি রাতে হানা দেয়। পাকা ধান ও শীতকালীন সবজি খেতে শূকরের দল এসে নষ্ট করে ফেলছে। ধান, আলু, মুলা এমনকি কলা গাছসহ বিভিন্ন গাছ উপড়ে ফেলছে। শূকর তাড়ানোর চেষ্টা করলে উল্টো মানুষকে ধাওয়া দেয়। সারা দিন কাজ করে আবার রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে। পাকা ধান রক্ষায় মাঠে বাঁশ দিয়ে মাচা বানিয়ে শীত উপেক্ষা করে পাহারা দেন কৃষক। সঙ্গে রাখেন প্লাস্টিক ও টিনের তৈরি ড্রাম। কিছুক্ষণ পর শব্দ করে চিৎকার করেন, যাতে শূকর চলে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক জাহির মিয়া বলেন, ‘শূকর আমাদের অনেকের ফসল নষ্ট করে ফেলছে। এ অবস্থায় প্লাস্টিক ও টিনের ড্রামের শব্দ করে রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে। এসব শূকর মানুষকেও আক্রমণ করে। এ কারণে উঁচুতে বাঁশের মাচা তৈরি করেছি, যাতে শূকর আক্রমণ করতে না পারে।’ একইভাবে মাচা তৈরি করে রাতভর ফসল পাহারা দিচ্ছেন কৃষক মুরাজ মিয়া, আবুল হোসেন, কৈইনুর, দুলাল মিয়া। ফসল কাটার আগ পর্যন্ত চলবে তাদের পাহারা। তবে বুনো শূকরের আক্রমণ ঠেকাতে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টরা কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। পরিবেশবাদী মোহাইমিন মিল্টন বলেন, ‘বন উজাড় ও বনভূমি বেদখল হওয়ায় বন্যপ্রাণী লোকালয়ে হানা দিচ্ছে। আগে বন্যপ্রাণীরা এভাবে লোকালয়ে হানা দেয়নি, মানুষের কোনো ক্ষতিও করেনি।’ লাউয়াছড়ার বেদখল বনভূমি উদ্ধার করে প্রাণীদের জন্য বনজ গাছ লাগানোর দাবি জানান তিনি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘বন্যপ্রাণীর নির্দিষ্ট কোনো এলাকা নেই। ফলে এরা খাবারের জন্য লোকালয়ে হানা দিচ্ছে। বিশেষ করে বুনো শূকর ধান খেতে পছন্দ করে। পাকা ধান খাওয়ার জন্য মাঠে হানা দিচ্ছে শূকরের দল।’
শিরোনাম
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
- সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ফসল রক্ষায় রাত জেগে পাহারা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর