পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চর ভগীরথপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের পার্শ্ববর্তী পদ্মার শাখা নদীতে আড়াআড়িভাবে তৈরি করা হয়েছে রাস্তা। এতে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। মাছ শিকার করতে না পেরে বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। সেচের পানি সংকটে পড়েছেন চাষিরা। ঈশ্বরদী উপজেলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে পদ্মার শাখা নদীটি পশ্চিম বাহিরচর হয়ে ২৫ কিলোমিটার ঘুরে আবার মূল পদ্মায় মিলিত হয়েছে পাবনা সদরের চরশ্রীকৃষ্ণপুরে। বর্ষায় নদীটি বেগবান থাকলেও শীতে পানি কমে যায়। পানি কমার সুযোগে ভাটায় মাটি নেওয়ার জন্য চর ভগীরথপুর গ্রামে শাখা নদীটির বুক চিরে বানানো হয়েছে রাস্তা। গত বুধবার চর ভগীরথপুর গ্রামে গিয়ে দেখা যায়, নদীতে মাছ ধরছেন মৎস্যজীবী রুহুল আমিন। তিনি বলেন, ১০ বছর ধরে এই নদীতে মাছ ধরি। এই সময়ে আগে বোয়াল, ট্যাংরা, বাইম, চিংড়িসহ নানা প্রজাতির মাছ পাওয়া যেত। রাস্তা তৈরির পর কোনো মাছই ধরা পড়ছে না। সেচের পানি পাচ্ছেন না চাষিরা। কৃষক আলম মৃধা বলেন, নদীতে রাস্তা তৈরির ঘটনা অবিশ্বাস্য। আরেক কৃষক মোজাম্মেল সরদার বলেন, এ এলাকার এখন প্রধান সমস্যা ইটভাটা। ফসলি জমিতে ভাটা হচ্ছে। সেই ভাটার জন্য নদী থেকে মাটি তুলছে। এ কারণে বর্ষায় নদী ভাঙন দেখা দেয়। এখন আবার নদীতে রাস্তা তৈরি করায় সেচের পানির সংকট দেখা দিয়েছে। নদীতে রাস্তা তৈরির সঙ্গে জড়িত জুয়েল প্রামাণিক বলেন, ‘নদীর ওপর রাস্তা করছি, কারণ ওপারে জয়েনপুর থেকে মাটি কাটব। রাস্তা বানানোর কাজ শেষ হলে মাটি কাটা শুরু হবে। রাস্তা তৈরিতে মানুষের উপকার হয়েছে। তারা এখন সহজেই নদী পার হতে পারছেন।’ ‘বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন পাবনা’ শাখার সভাপতি খন্দকার নাজমুল হক বলেন, মাটি কাটার জন্য প্রবহমান নদী বন্ধ করে যারা রাস্তা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হাবিব বলেন, রাস্তা তৈরির বিষয়ে জানতে পেরে আমরা অভিযান চালিয়েছি। তখন ঘটনাস্থল মাটি কাটার যন্ত্র বা মাটি কাটায় জড়িত কাউকে না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। চরের জমি থেকে মাটি কাটা বন্ধের নির্দেশ দিয়েছি। স্থানীয়দেরও সতর্ক করা হয়েছে। দ্রুত নদীর বুক থেকে রাস্তা অপসারণ করা হবে। হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা বলেন, গ্রামবাসী নদী পার হতে রাস্তাটি ব্যবহার করছে। তাদের অনুরোধে তাৎক্ষণিক অপসারণ করা হয়নি। পারাপারের সাঁকো নির্মাণ করে দু-এক দিনের মধ্যে রাস্তাটি অপসারণ করা হবে।
শিরোনাম
- সৌদিতে আরও ১৭ হাজার নারী সংগীত শিক্ষক প্রশিক্ষণ পাচ্ছেন
- খামেনির ছবি পোড়ানোর পর যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- মেডিক্যাল শিক্ষকদের মূল বেতনের ৭০ শতাংশ প্রণোদনা ঘোষণা
- বিপিএলে ৫ দল, শুরু ডিসেম্বরের মাঝামাঝিতে
- বিএনপিতে যোগ দিলেন শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
- ঢাবিতে সহিংসতায় ছাত্রলীগ নেতাসহ ৪০৩ জনকে শোকজ
- দুই দল যা-ই বলে, সরকার তা-ই করে : মির্জা আব্বাস
- পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক
- ইরাক আগ্রাসনের ‘মূল হোতা’ সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্টের মৃত্যু
- তরিকুল ইসলাম ছিলেন দলের দুর্দিনের কাণ্ডারি: তৃপ্তি
- জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগ পেলেন বিচারপতি আহমেদ সোহেল
- ‘১৭ বছর রাজপথে নির্যাতিত ত্যাগী কর্মীদের চোখে আজ আশার আলো’
- নির্বাচনের সময়ে ভুয়া খবর প্রচারে জেল-জরিমানা
- বগুড়ার ডিবির সাবেক ইনচার্জসহ দুইজনের প্রত্যাহার আদেশ বাতিল
- বগুড়ায় উদ্ধার হওয়া ৩৯ ককটেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
- ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারি গ্রেফতার
- জনশক্তি পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ-জাপান ১৩ সমঝোতা
- বিএনপির মনোনীত প্রার্থীকে বীরগঞ্জ-কাহারোলে ব্যাপক সংবর্ধনা
- শওকত-রনির কোলাকুলি, ধানের শীষকে বিজয়ী করার আহ্বান
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
নদীর প্রবাহ বন্ধ করে রাস্তা
সেচের পানির সংকট ॥ বিপাকে মৎস্যজীবীরা
পাবনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর