বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

কুড়িগ্রামে ডিজেল ও সারের দাম বৃদ্ধি বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

খন্দকার একরামুল হক সম্রাট, কুড়িগ্রাম

কুড়িগ্রামে ডিজেল ও সারের দাম বৃদ্ধি বোরো চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও ডিজেলের ও ফসফেট-পটাশ সারের দাম বৃদ্ধি পাওয়ায় চলতি বোরো মৌসুমে ইরি-বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলার কৃষকরা। তাদের আশঙ্কা বিগত বছরগুলোর চেয়ে এ বছরে ডিজেলের দাম বৃদ্ধি পেয়ে উৎপাদন খরচ বেড়ে যাবে। ফলে তারা হতাশায় পড়েছেন এবারে বোরো চাষ নিয়ে। ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে কৃষকদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। অনেকেই এ বছরে খরচ বেড়ে যাওয়ার কারণে জমি পতিত রাখার কথাও ভাবছেন বলে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে। গতকাল জানা যায়, সদর উপজেলার টগরাইহাট এলাকার কৃষকরা ডিজেলের দাম বৃদ্ধিকে মারাত্মকভাবে এ বছরের বোরো আবাদে ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেন। কিন্তু কৃষি বিভাগ তা মানতে নারাজ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, ডিজেলের দাম বৃদ্ধি পেলেও বিকল্পভাবে কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে লাভবান হতে পারেন। এক্ষেত্রে কোনো জমি পতিত থাকার কথা নয় বলে জানায় বিভাগটি। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছর জেলার ৯ উপজেলায় ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫৫৫ হেক্টর জমিতে। ইতোমধ্যেই জেলায় অর্ধেক জমিতে এ আবাদ চাষ করা হয়েছে। টগরাইহাট এলাকায় গিয়ে দেখা যায় কৃষকরা বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন। কেউ ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন। আবার কেউ কেউ জমির আইল কাটছেন জমি সাইজ করার জন্য। কেউবা বোরো বীজতলা পরিচর্যা করছেন। টগরাইহাট এলাকার কৃষক সবেবর রহমান জানান, বিগত বছরেও প্রতি একর জমির ট্রাক্টরের সাহায্যে চাষ করেছিলাম ৭ থেকে ৮০০ টাকায়। এ বছর ট্রাক্টরওয়ালা তা কাটতে নারাজ। ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় এ বছর তারা ১ হাজার থেকে ১২০০ টাকা একর প্রতি দাম হাঁকিয়েছেন। বাধ্য হয়ে সাধ্যের মধ্যে থেকে কম জমিতে চাষ শুরু করেছি। অপরদিকে, সদরের শুলকুর বাজার এলাকার কৃষক জমির উদ্দিন জানান, টিএসপি ও ফসফেট সারের দাম বাজারে এখনো কিছুটা বেশি। এছাড়া ডিজেলের দামও বেড়েছে অনেক। গত বছর ছিল ৬৬ টাকা লিটার এখন তা ৮৫ টাকা বিক্রি করছে। এভাবে বোরো আবাদ করা আমাদের মতো প্রান্তিক কৃষকের জন্য বেশ কষ্টদায়ক। তবুও বোরো আবাদ করতে চাচ্ছি। সরকার যদি ধানের ন্যায্য দাম দেয় তাহলে আমাদের পুষিয়ে উঠতে পারব। জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মঞ্জুরুল হক জানান, ইতোমধ্যেই বোরো আবাদের অর্ধশতভাগ চাষ করা হয়েছে। কৃষকদের বিকল্পভাবে ক্ষতি পুষিয়ে নিতে পরামর্শ প্রদান করা হচ্ছে। আর ডিজেলের দাম বৃদ্ধি পেলেও সারের দাম নিয়ন্ত্রণে আমাদের কৃষিবিভাগ যথেষ্ট মনিটর করছে। আশা করি কৃষকদের অসুবিধা হবে না।

 

সর্বশেষ খবর