সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মাথা গোঁজার ঠাঁই পেয়েছে অর্ধশত ভূমিহীন পরিবার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পে মাথা গোঁজার ঠাঁই হয়েছে অর্ধশতাধিক ভূমিহীন পরিবারের। এবার এসব পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে উদ্বোধন করা হলো সুবিধাভোগী নারীদের উৎপাদিত পণ্যের ব্র্যান্ডিং। এর মাধ্যমে এসব পরিবারের নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপশি, আর্থিক সচ্ছলতা আসবে বলে মনে করছে জেলা প্রশাসন। কোটালীপাড়ার দেবগ্রামে ভূমিহীন পরিবারগুলোর জন্য গড়ে তোলা হয় আদর্শ আশ্রয়ণ প্রকল্প। এ আশ্রয়ণ প্রকল্পে রয়েছে বই পড়ার জন্য লাইব্রেরি, শিশুদের জন্য খেলার সরঞ্জামসহ মাঠ। তবে এবার এখানকার আশ্রিত নারীদের জন্য সৃষ্টি করা হলো কর্মসংস্থানের সুযোগ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্সের উদ্যোগে গত শনিবার দুপুরে আশ্রয়ণ প্রকল্প চত্বরে সুবিধাবঞ্চিত নারীদের উৎপাদিত পণ্যের ব্র্যান্ডিং উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। জেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ সেপ্টেম্বর দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের অসহায় কর্মহীন ২১ জন ও ৩৩ জন উপজাতি নারীদের আয়বৃদ্ধিমূলক কর্মসূচি হস্তশিল্প প্রশিক্ষণ শুরু করা হয়। এসব হস্তশিল্পের মধ্যে রয়েছে মাফলার, বিছানার চাদর, থামি ও বউটুপি। প্রশিক্ষণার্থীরা ইতোমধ্যে ৭৪ পিস মাফলার, ৩০ পিস চাদর ও ৯৬ পিস বউটুপি তৈরি করেছেন। প্রতিটি মাফলার ৫০০, চাদর ১ হাজার ও বউটুপি ৩০০ টাকা দরে এলাকায় বিক্রি করা হচ্ছে। এর মধ্যে উৎপাদনকারী নারীরা পারিশ্রমিক হিসেবে মাফলারের জন্য পাচ্ছেন ২০০ টাকা। চাদরের জন্য পাচ্ছেন ৪০০ টাকা আর টুপির জন্য পাচ্ছেন ১০০ টাকা করে। হস্তশিল্পে প্রশিক্ষণ দিচ্ছেন কোটালীপাড়ার  ক্রিস্টিনা দাস নদী।

সর্বশেষ খবর