শত শত কৃষকের উপকারের জন্য কাহারোলে কোটি টাকা ব্যয়ে নির্মিত রেগুলারটি কোনো কাজে আসছে না। দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় এটি সংস্কার না হওয়ায় এ অঞ্চলের কৃষক উপকারের চেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে চলতি বছরই এটি সংস্কার করে সুফল ভোগ করতে পারবে কৃষক এমনটাই জানালেন পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান নয়ন। সংশ্লিষ্টরা জানায়, দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউপির বলরামপুর গ্রামের উত্তর পার্শ্বে পানি প্রবাহ নিয়ন্ত্রণে ২০১০ সালের কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই রেগুলারটি। এর ফলে ওই অঞ্চলের দুই পার্শ্বের শত শত একর জমির সেচ সুবিধা কৃষক উপকৃত হয়। কিন্তু এটি নির্মাণের কিছুদিন পরে রেগুলারটির দুই পার্শ্বে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে মাটি ভরাট না করার জন্যে তখন থেকে রেগুলারটির উপর দিয়ে সাধারণ মানুষ চলাচলও করতে পারেন না। আবার বন্যার সময় নদীর পানি রেগুলারটির ভিতর দিয়ে ও দুপার্শ্বের ভাঙা অংশ দিয়ে প্রবেশ করে শত শত একর জমির ফসলকে ডুবিয়ে দেয়। এতে ক্ষতির সম্মুখীন হয় কৃষক। বলরামপুর গ্রামের কৃষক আবু তাহের জানান, যখন রেগুলারটি নির্মাণ করা হয় তখনই এলাকাবাসী বলেছিল যেভাবে হচ্ছে তাতে রেগুলারটির ভিতর দিয়ে পানি প্রবাহিত হবে না। কিন্তু আমাদের কথা শুনে নাই। বর্তমানে রেগুলারটির দুই পার্শ্বে ভেঙে যাওয়ায় বিরাট গর্তের সৃষ্টি হয়ে মনে হয় নদীতে পরিণত হয়েছে। এলাকাবাসী একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। কৃষক জাহাঙ্গীর আলম, হাসান আলীসহ অনেকে এসব কথা বলার পরেও আক্ষেপ করেন, আমাদের অসুবিধার কথা তারা চিন্তা করেননি। করলে এতদিনে এটি সংস্কার করা হতো। এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী প্রকৌশলী (পুর) মো. সিদ্দিকুর জামান নয়ন জানান, এটিসহ আরও কয়েকটি রেগুলারেটরের সংস্কার কাজের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে এবং আশা করছি এ বছরের মধ্যেই এটি সংস্কার করা যাবে।
শিরোনাম
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল