শত শত কৃষকের উপকারের জন্য কাহারোলে কোটি টাকা ব্যয়ে নির্মিত রেগুলারটি কোনো কাজে আসছে না। দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় এটি সংস্কার না হওয়ায় এ অঞ্চলের কৃষক উপকারের চেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে চলতি বছরই এটি সংস্কার করে সুফল ভোগ করতে পারবে কৃষক এমনটাই জানালেন পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান নয়ন। সংশ্লিষ্টরা জানায়, দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউপির বলরামপুর গ্রামের উত্তর পার্শ্বে পানি প্রবাহ নিয়ন্ত্রণে ২০১০ সালের কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই রেগুলারটি। এর ফলে ওই অঞ্চলের দুই পার্শ্বের শত শত একর জমির সেচ সুবিধা কৃষক উপকৃত হয়। কিন্তু এটি নির্মাণের কিছুদিন পরে রেগুলারটির দুই পার্শ্বে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে মাটি ভরাট না করার জন্যে তখন থেকে রেগুলারটির উপর দিয়ে সাধারণ মানুষ চলাচলও করতে পারেন না। আবার বন্যার সময় নদীর পানি রেগুলারটির ভিতর দিয়ে ও দুপার্শ্বের ভাঙা অংশ দিয়ে প্রবেশ করে শত শত একর জমির ফসলকে ডুবিয়ে দেয়। এতে ক্ষতির সম্মুখীন হয় কৃষক। বলরামপুর গ্রামের কৃষক আবু তাহের জানান, যখন রেগুলারটি নির্মাণ করা হয় তখনই এলাকাবাসী বলেছিল যেভাবে হচ্ছে তাতে রেগুলারটির ভিতর দিয়ে পানি প্রবাহিত হবে না। কিন্তু আমাদের কথা শুনে নাই। বর্তমানে রেগুলারটির দুই পার্শ্বে ভেঙে যাওয়ায় বিরাট গর্তের সৃষ্টি হয়ে মনে হয় নদীতে পরিণত হয়েছে। এলাকাবাসী একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। কৃষক জাহাঙ্গীর আলম, হাসান আলীসহ অনেকে এসব কথা বলার পরেও আক্ষেপ করেন, আমাদের অসুবিধার কথা তারা চিন্তা করেননি। করলে এতদিনে এটি সংস্কার করা হতো। এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী প্রকৌশলী (পুর) মো. সিদ্দিকুর জামান নয়ন জানান, এটিসহ আরও কয়েকটি রেগুলারেটরের সংস্কার কাজের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে এবং আশা করছি এ বছরের মধ্যেই এটি সংস্কার করা যাবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল