শত শত কৃষকের উপকারের জন্য কাহারোলে কোটি টাকা ব্যয়ে নির্মিত রেগুলারটি কোনো কাজে আসছে না। দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় এটি সংস্কার না হওয়ায় এ অঞ্চলের কৃষক উপকারের চেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে চলতি বছরই এটি সংস্কার করে সুফল ভোগ করতে পারবে কৃষক এমনটাই জানালেন পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান নয়ন। সংশ্লিষ্টরা জানায়, দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউপির বলরামপুর গ্রামের উত্তর পার্শ্বে পানি প্রবাহ নিয়ন্ত্রণে ২০১০ সালের কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই রেগুলারটি। এর ফলে ওই অঞ্চলের দুই পার্শ্বের শত শত একর জমির সেচ সুবিধা কৃষক উপকৃত হয়। কিন্তু এটি নির্মাণের কিছুদিন পরে রেগুলারটির দুই পার্শ্বে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে মাটি ভরাট না করার জন্যে তখন থেকে রেগুলারটির উপর দিয়ে সাধারণ মানুষ চলাচলও করতে পারেন না। আবার বন্যার সময় নদীর পানি রেগুলারটির ভিতর দিয়ে ও দুপার্শ্বের ভাঙা অংশ দিয়ে প্রবেশ করে শত শত একর জমির ফসলকে ডুবিয়ে দেয়। এতে ক্ষতির সম্মুখীন হয় কৃষক। বলরামপুর গ্রামের কৃষক আবু তাহের জানান, যখন রেগুলারটি নির্মাণ করা হয় তখনই এলাকাবাসী বলেছিল যেভাবে হচ্ছে তাতে রেগুলারটির ভিতর দিয়ে পানি প্রবাহিত হবে না। কিন্তু আমাদের কথা শুনে নাই। বর্তমানে রেগুলারটির দুই পার্শ্বে ভেঙে যাওয়ায় বিরাট গর্তের সৃষ্টি হয়ে মনে হয় নদীতে পরিণত হয়েছে। এলাকাবাসী একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। কৃষক জাহাঙ্গীর আলম, হাসান আলীসহ অনেকে এসব কথা বলার পরেও আক্ষেপ করেন, আমাদের অসুবিধার কথা তারা চিন্তা করেননি। করলে এতদিনে এটি সংস্কার করা হতো। এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী প্রকৌশলী (পুর) মো. সিদ্দিকুর জামান নয়ন জানান, এটিসহ আরও কয়েকটি রেগুলারেটরের সংস্কার কাজের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে এবং আশা করছি এ বছরের মধ্যেই এটি সংস্কার করা যাবে।
শিরোনাম
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!