শত শত কৃষকের উপকারের জন্য কাহারোলে কোটি টাকা ব্যয়ে নির্মিত রেগুলারটি কোনো কাজে আসছে না। দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় এটি সংস্কার না হওয়ায় এ অঞ্চলের কৃষক উপকারের চেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে চলতি বছরই এটি সংস্কার করে সুফল ভোগ করতে পারবে কৃষক এমনটাই জানালেন পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান নয়ন। সংশ্লিষ্টরা জানায়, দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউপির বলরামপুর গ্রামের উত্তর পার্শ্বে পানি প্রবাহ নিয়ন্ত্রণে ২০১০ সালের কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই রেগুলারটি। এর ফলে ওই অঞ্চলের দুই পার্শ্বের শত শত একর জমির সেচ সুবিধা কৃষক উপকৃত হয়। কিন্তু এটি নির্মাণের কিছুদিন পরে রেগুলারটির দুই পার্শ্বে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে মাটি ভরাট না করার জন্যে তখন থেকে রেগুলারটির উপর দিয়ে সাধারণ মানুষ চলাচলও করতে পারেন না। আবার বন্যার সময় নদীর পানি রেগুলারটির ভিতর দিয়ে ও দুপার্শ্বের ভাঙা অংশ দিয়ে প্রবেশ করে শত শত একর জমির ফসলকে ডুবিয়ে দেয়। এতে ক্ষতির সম্মুখীন হয় কৃষক। বলরামপুর গ্রামের কৃষক আবু তাহের জানান, যখন রেগুলারটি নির্মাণ করা হয় তখনই এলাকাবাসী বলেছিল যেভাবে হচ্ছে তাতে রেগুলারটির ভিতর দিয়ে পানি প্রবাহিত হবে না। কিন্তু আমাদের কথা শুনে নাই। বর্তমানে রেগুলারটির দুই পার্শ্বে ভেঙে যাওয়ায় বিরাট গর্তের সৃষ্টি হয়ে মনে হয় নদীতে পরিণত হয়েছে। এলাকাবাসী একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। কৃষক জাহাঙ্গীর আলম, হাসান আলীসহ অনেকে এসব কথা বলার পরেও আক্ষেপ করেন, আমাদের অসুবিধার কথা তারা চিন্তা করেননি। করলে এতদিনে এটি সংস্কার করা হতো। এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী প্রকৌশলী (পুর) মো. সিদ্দিকুর জামান নয়ন জানান, এটিসহ আরও কয়েকটি রেগুলারেটরের সংস্কার কাজের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে এবং আশা করছি এ বছরের মধ্যেই এটি সংস্কার করা যাবে।
শিরোনাম
- গোপালগঞ্জে যুবকের লাশ উদ্ধার
- নেত্রকোনার স্পিডবোটডুবি: দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
- কুয়েতে ভারতের নতুন রাষ্ট্রদূত পারমিতা ত্রিপাঠী
- রাস্তা অবরোধ বরদাশত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- জিম্মি মুক্তিতে একমাত্র বাধা নেতানিয়াহু, ভুক্তভোগীদের পরিবার
- বাংকার থেকে জেল, বিচ্ছেদ পেরিয়ে এবার রাষ্ট্রক্ষমতার দৌড়ে ‘লৌহমানবী’
- ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে গাজার পথে ছুটল জাহাজগুলো
- চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার বাতিলের দাবিতে মানববন্ধন
- ৫ টন চাল, ৬০০ কেজি পেঁয়াজ, এক কড়াইয়ে রেকর্ড রান্না
- মেয়েকে কলেজে দিয়ে ফেরার পথে প্রাণ গেল বাবার
- ব্যারিস্টার ফুয়াদরা জানেন না কোথায় থামতে হবে : হামিম
- ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
- সৌদি, তুরস্ক ও ইরাকের জন্যও অপেক্ষা করছে ইসরায়েলি বোমা: সাবেক আইআরজিসি প্রধান
- ৬ বিভাগে অতিভারি বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা
- ফরিদপুরে রেল-সড়কপথ অবরোধ, আটকে গেছে ঢাকাগামী ট্রেন
- সরকার পরিবর্তনের ডাক দিয়ে যুক্তরাজ্যে নতুন ভোটের আহ্বান মাস্কের
- আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, টিটিপির ৩৫ সদস্য নিহত
- সৌদিতে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
- রাজধানীতে বৃষ্টিতে যানজটে ভোগান্তি
- পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
কোটি টাকার রেগুলার পরিত্যক্ত ক্ষতির মুখে কৃষক
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর