শত শত কৃষকের উপকারের জন্য কাহারোলে কোটি টাকা ব্যয়ে নির্মিত রেগুলারটি কোনো কাজে আসছে না। দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় এটি সংস্কার না হওয়ায় এ অঞ্চলের কৃষক উপকারের চেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে চলতি বছরই এটি সংস্কার করে সুফল ভোগ করতে পারবে কৃষক এমনটাই জানালেন পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান নয়ন। সংশ্লিষ্টরা জানায়, দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউপির বলরামপুর গ্রামের উত্তর পার্শ্বে পানি প্রবাহ নিয়ন্ত্রণে ২০১০ সালের কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় এই রেগুলারটি। এর ফলে ওই অঞ্চলের দুই পার্শ্বের শত শত একর জমির সেচ সুবিধা কৃষক উপকৃত হয়। কিন্তু এটি নির্মাণের কিছুদিন পরে রেগুলারটির দুই পার্শ্বে ভেঙে যায়। ভেঙে যাওয়ার ফলে মাটি ভরাট না করার জন্যে তখন থেকে রেগুলারটির উপর দিয়ে সাধারণ মানুষ চলাচলও করতে পারেন না। আবার বন্যার সময় নদীর পানি রেগুলারটির ভিতর দিয়ে ও দুপার্শ্বের ভাঙা অংশ দিয়ে প্রবেশ করে শত শত একর জমির ফসলকে ডুবিয়ে দেয়। এতে ক্ষতির সম্মুখীন হয় কৃষক। বলরামপুর গ্রামের কৃষক আবু তাহের জানান, যখন রেগুলারটি নির্মাণ করা হয় তখনই এলাকাবাসী বলেছিল যেভাবে হচ্ছে তাতে রেগুলারটির ভিতর দিয়ে পানি প্রবাহিত হবে না। কিন্তু আমাদের কথা শুনে নাই। বর্তমানে রেগুলারটির দুই পার্শ্বে ভেঙে যাওয়ায় বিরাট গর্তের সৃষ্টি হয়ে মনে হয় নদীতে পরিণত হয়েছে। এলাকাবাসী একাধিকবার পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। কৃষক জাহাঙ্গীর আলম, হাসান আলীসহ অনেকে এসব কথা বলার পরেও আক্ষেপ করেন, আমাদের অসুবিধার কথা তারা চিন্তা করেননি। করলে এতদিনে এটি সংস্কার করা হতো। এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দিনাজপুরের সহকারী প্রকৌশলী (পুর) মো. সিদ্দিকুর জামান নয়ন জানান, এটিসহ আরও কয়েকটি রেগুলারেটরের সংস্কার কাজের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে এবং আশা করছি এ বছরের মধ্যেই এটি সংস্কার করা যাবে।
শিরোনাম
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
কোটি টাকার রেগুলার পরিত্যক্ত ক্ষতির মুখে কৃষক
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর