বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেট দুটিতে কপাট না থাকায় পূর্ণিমার জোয়ারে লবণপানি ওঠে তিন উপজেলার ৮টি বিলের পাকা-আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে। এতে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধানের আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় ধান চাষিরা গেট দুটিতে কপাট দেওয়ার দাবি জানালেও তাতে কেউ কর্ণপাত করছে না। এ কারণে প্রতি পূর্ণিমা ও অমাবশ্যায় জোয়ারের লবণপানি ওঠে চাষিরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্থানীয় কৃষকরা জানান, ভৈরব নদ ও খাজুরা খালটি ৮টি বিল তথা মিনেদার, খড়িবুনিয়া, মাসকাটা, চাকুলী, শ্যামগঞ্জ, ঝিনাইখালী, কুমারখালী ও বিঘা বিলের মধ্য দিয়ে একদিকে শ্যামবাগাত হয়ে বাইনতলা গৌরম্বা এলাকায় গিয়ে মিশেছে। এসব বিলের ফসল রক্ষায় নদী-খালের প্রবেশমুখে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ করে ছয়টি স্থানে একটি স্লুইসগেট নির্মাণ করে। নির্মাণ করার পর গেট ও তার কপাটগুলো ভালো থাকলেও প্রবল পানির চাপে তা ভেঙে যায়। এরপর দুই-একবার পানি উন্নয়ন বোর্ড গেটের কপাটগুলো মেরামত করলেও দীর্ঘদিন ধরে আর সংস্কার করা হয়নি। এর ফলে এখন পূর্ণিমা ও অমাবশ্যায় জোয়ারের লবণপানি উঠলে তা সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাচ্ছে। লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম, মুজাহিদ শেখ, আবদুর রশিদ, খোকন শেখ ও সাবেক ইউপি সদস্য মো, জালাল উদ্দিন শেখ জানান, খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেটে কপাট না থাকায় পূর্ণিমার গোনে জোয়ারের লবণপানিতে তলিয়ে যেতে শুরু করেছে ৮টি বিলের কয়েক হাজার হেক্টর জমির পাকা-আধাপাকা বোরো ধান তলিয়ে যেতে শুরু করেছে। এ অবস্থায় খেতের চারপাশে বাঁধ দিয়ে কৃষকরা দিনে ও রাতে শ্যালো মেশিন বসিয়ে তা দিয়ে পানি সেচ দিয়ে ফসল বাঁচানোর চেষ্টা করছেন। লখপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাউন জানান, আমরা বেশ কয়েকটি বিলে সরেজমিন তদন্ত করে দেখেছি ধানের খেতে লবণপানি উঠায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। লবণ পানি উঠা বন্ধ করতে না পারলে পানিতে ধান তলিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার জানান, খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেট দুটিতে দ্রুত কপাট নির্মাণ করা সম্ভব না হলে মাটির বাঁধ দিয়ে গেট বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।
শিরোনাম
- কুড়িগ্রামে বিএনপি নেতা হুমায়ুন কবীরের বহিস্কারাদেশ প্রত্যাহার
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত
- বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
- দিনাজপুরে বিএনপি'র সম্ভাব্য প্রার্থীর মনোনয়ন বাতিল দাবিতে বিক্ষোভ
- সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল
- বগুড়ায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
- ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
- বগুড়ায় ‘রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সভা
- ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি গ্রাম দখল রাশিয়ার
- যেসব চুক্তি করতে ভারতে আসছেন পুতিন
- খাদ্য সংকটে লাখো বাংলাদেশিসহ ৪ কোটি আমেরিকান!
- সিদ্ধিরগঞ্জে বিএনপি প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ
- সাবেক মেয়র আইভীকে শ্যোন অ্যারেস্ট
- দ্বিতীয় বিয়ে করলেই সাত বছরের দণ্ড, আসামে মন্ত্রিসভায় বিল পাস
- স্কুলে ভর্তি লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
- নাইজেরিয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত অন্তত ২০০
- পুলিশ পরিচয়ে প্রতারণা, টাকা হাতিয়ে নিচ্ছে চক্র
- আশুলিয়ায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার
- গাজায় সেনা পাঠাবে না আরব আমিরাত
- বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখে হাইকোর্টের রায়
স্লুইসগেটে কপাট না থাকায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টরের বোরো
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর