বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেট দুটিতে কপাট না থাকায় পূর্ণিমার জোয়ারে লবণপানি ওঠে তিন উপজেলার ৮টি বিলের পাকা-আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে। এতে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধানের আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় ধান চাষিরা গেট দুটিতে কপাট দেওয়ার দাবি জানালেও তাতে কেউ কর্ণপাত করছে না। এ কারণে প্রতি পূর্ণিমা ও অমাবশ্যায় জোয়ারের লবণপানি ওঠে চাষিরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্থানীয় কৃষকরা জানান, ভৈরব নদ ও খাজুরা খালটি ৮টি বিল তথা মিনেদার, খড়িবুনিয়া, মাসকাটা, চাকুলী, শ্যামগঞ্জ, ঝিনাইখালী, কুমারখালী ও বিঘা বিলের মধ্য দিয়ে একদিকে শ্যামবাগাত হয়ে বাইনতলা গৌরম্বা এলাকায় গিয়ে মিশেছে। এসব বিলের ফসল রক্ষায় নদী-খালের প্রবেশমুখে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ করে ছয়টি স্থানে একটি স্লুইসগেট নির্মাণ করে। নির্মাণ করার পর গেট ও তার কপাটগুলো ভালো থাকলেও প্রবল পানির চাপে তা ভেঙে যায়। এরপর দুই-একবার পানি উন্নয়ন বোর্ড গেটের কপাটগুলো মেরামত করলেও দীর্ঘদিন ধরে আর সংস্কার করা হয়নি। এর ফলে এখন পূর্ণিমা ও অমাবশ্যায় জোয়ারের লবণপানি উঠলে তা সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাচ্ছে। লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম, মুজাহিদ শেখ, আবদুর রশিদ, খোকন শেখ ও সাবেক ইউপি সদস্য মো, জালাল উদ্দিন শেখ জানান, খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেটে কপাট না থাকায় পূর্ণিমার গোনে জোয়ারের লবণপানিতে তলিয়ে যেতে শুরু করেছে ৮টি বিলের কয়েক হাজার হেক্টর জমির পাকা-আধাপাকা বোরো ধান তলিয়ে যেতে শুরু করেছে। এ অবস্থায় খেতের চারপাশে বাঁধ দিয়ে কৃষকরা দিনে ও রাতে শ্যালো মেশিন বসিয়ে তা দিয়ে পানি সেচ দিয়ে ফসল বাঁচানোর চেষ্টা করছেন। লখপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাউন জানান, আমরা বেশ কয়েকটি বিলে সরেজমিন তদন্ত করে দেখেছি ধানের খেতে লবণপানি উঠায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। লবণ পানি উঠা বন্ধ করতে না পারলে পানিতে ধান তলিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার জানান, খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেট দুটিতে দ্রুত কপাট নির্মাণ করা সম্ভব না হলে মাটির বাঁধ দিয়ে গেট বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।
শিরোনাম
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা