বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেট দুটিতে কপাট না থাকায় পূর্ণিমার জোয়ারে লবণপানি ওঠে তিন উপজেলার ৮টি বিলের পাকা-আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে। এতে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধানের আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় ধান চাষিরা গেট দুটিতে কপাট দেওয়ার দাবি জানালেও তাতে কেউ কর্ণপাত করছে না। এ কারণে প্রতি পূর্ণিমা ও অমাবশ্যায় জোয়ারের লবণপানি ওঠে চাষিরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্থানীয় কৃষকরা জানান, ভৈরব নদ ও খাজুরা খালটি ৮টি বিল তথা মিনেদার, খড়িবুনিয়া, মাসকাটা, চাকুলী, শ্যামগঞ্জ, ঝিনাইখালী, কুমারখালী ও বিঘা বিলের মধ্য দিয়ে একদিকে শ্যামবাগাত হয়ে বাইনতলা গৌরম্বা এলাকায় গিয়ে মিশেছে। এসব বিলের ফসল রক্ষায় নদী-খালের প্রবেশমুখে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ করে ছয়টি স্থানে একটি স্লুইসগেট নির্মাণ করে। নির্মাণ করার পর গেট ও তার কপাটগুলো ভালো থাকলেও প্রবল পানির চাপে তা ভেঙে যায়। এরপর দুই-একবার পানি উন্নয়ন বোর্ড গেটের কপাটগুলো মেরামত করলেও দীর্ঘদিন ধরে আর সংস্কার করা হয়নি। এর ফলে এখন পূর্ণিমা ও অমাবশ্যায় জোয়ারের লবণপানি উঠলে তা সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাচ্ছে। লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম, মুজাহিদ শেখ, আবদুর রশিদ, খোকন শেখ ও সাবেক ইউপি সদস্য মো, জালাল উদ্দিন শেখ জানান, খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেটে কপাট না থাকায় পূর্ণিমার গোনে জোয়ারের লবণপানিতে তলিয়ে যেতে শুরু করেছে ৮টি বিলের কয়েক হাজার হেক্টর জমির পাকা-আধাপাকা বোরো ধান তলিয়ে যেতে শুরু করেছে। এ অবস্থায় খেতের চারপাশে বাঁধ দিয়ে কৃষকরা দিনে ও রাতে শ্যালো মেশিন বসিয়ে তা দিয়ে পানি সেচ দিয়ে ফসল বাঁচানোর চেষ্টা করছেন। লখপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাউন জানান, আমরা বেশ কয়েকটি বিলে সরেজমিন তদন্ত করে দেখেছি ধানের খেতে লবণপানি উঠায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। লবণ পানি উঠা বন্ধ করতে না পারলে পানিতে ধান তলিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার জানান, খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেট দুটিতে দ্রুত কপাট নির্মাণ করা সম্ভব না হলে মাটির বাঁধ দিয়ে গেট বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।
শিরোনাম
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স