বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেট দুটিতে কপাট না থাকায় পূর্ণিমার জোয়ারে লবণপানি ওঠে তিন উপজেলার ৮টি বিলের পাকা-আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে। এতে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধানের আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় ধান চাষিরা গেট দুটিতে কপাট দেওয়ার দাবি জানালেও তাতে কেউ কর্ণপাত করছে না। এ কারণে প্রতি পূর্ণিমা ও অমাবশ্যায় জোয়ারের লবণপানি ওঠে চাষিরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্থানীয় কৃষকরা জানান, ভৈরব নদ ও খাজুরা খালটি ৮টি বিল তথা মিনেদার, খড়িবুনিয়া, মাসকাটা, চাকুলী, শ্যামগঞ্জ, ঝিনাইখালী, কুমারখালী ও বিঘা বিলের মধ্য দিয়ে একদিকে শ্যামবাগাত হয়ে বাইনতলা গৌরম্বা এলাকায় গিয়ে মিশেছে। এসব বিলের ফসল রক্ষায় নদী-খালের প্রবেশমুখে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ করে ছয়টি স্থানে একটি স্লুইসগেট নির্মাণ করে। নির্মাণ করার পর গেট ও তার কপাটগুলো ভালো থাকলেও প্রবল পানির চাপে তা ভেঙে যায়। এরপর দুই-একবার পানি উন্নয়ন বোর্ড গেটের কপাটগুলো মেরামত করলেও দীর্ঘদিন ধরে আর সংস্কার করা হয়নি। এর ফলে এখন পূর্ণিমা ও অমাবশ্যায় জোয়ারের লবণপানি উঠলে তা সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাচ্ছে। লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম, মুজাহিদ শেখ, আবদুর রশিদ, খোকন শেখ ও সাবেক ইউপি সদস্য মো, জালাল উদ্দিন শেখ জানান, খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেটে কপাট না থাকায় পূর্ণিমার গোনে জোয়ারের লবণপানিতে তলিয়ে যেতে শুরু করেছে ৮টি বিলের কয়েক হাজার হেক্টর জমির পাকা-আধাপাকা বোরো ধান তলিয়ে যেতে শুরু করেছে। এ অবস্থায় খেতের চারপাশে বাঁধ দিয়ে কৃষকরা দিনে ও রাতে শ্যালো মেশিন বসিয়ে তা দিয়ে পানি সেচ দিয়ে ফসল বাঁচানোর চেষ্টা করছেন। লখপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাউন জানান, আমরা বেশ কয়েকটি বিলে সরেজমিন তদন্ত করে দেখেছি ধানের খেতে লবণপানি উঠায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। লবণ পানি উঠা বন্ধ করতে না পারলে পানিতে ধান তলিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার জানান, খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেট দুটিতে দ্রুত কপাট নির্মাণ করা সম্ভব না হলে মাটির বাঁধ দিয়ে গেট বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।
শিরোনাম
- বিএনপি মহাসচিবের সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সিরিয়ার এইচটিএসকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র
- আইসিসির মাসসেরার দৌড়ে রাবাদা-মার্করামের সঙ্গে নিসাঙ্কা
- পাকিস্তানে বৃষ্টি-বন্যায় ১৯ জনের প্রাণহানি
- গাজায় হামলা চালাতে গিয়ে পুঁতে রাখা বোমায় ৫ ইসরায়েলি সেনা নিহত
- ৩৫ শতাংশ শুল্কের কথা জানিয়ে ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি
- বাংলাদেশসহ ১৪ দেশে শুল্কের সময়সীমা ‘চূড়ান্ত নয়’, দর-কষাকষির ইঙ্গিত ট্রাম্পের
- আফতাবনগরে দেয়াল ধসে পড়ে শ্রমিকের মৃত্যু
- কক্সবাজার সীমান্তে এক লাখ পিস ইয়াবা উদ্ধার
- যাত্রাবাড়ীতে গ্রীল কেটে প্রবেশ করে বৃদ্ধকে হত্যা
- ব্রিটেনে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বাংলাদেশের সবজি
- টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
- হেরে যাওয়ার সেই ধারা ভাঙতে পারলেন জোকোভিচ
- ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান ফুটবলার
- ১৪ বছর পর নতুন করে ফিরছে আজম খানের 'উচ্চারণ'
- টানা ৯ দিন পানি ছাড়া কিছুই খান না নার্গিস
- গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৮ জুলাই)
- বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প
- ইলন মাস্ককে রাজনীতি থেকে দূরে থাকতে বললেন মার্কিন মন্ত্রী
স্লুইসগেটে কপাট না থাকায় তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টরের বোরো
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

গাজা গণহত্যায় অংশগ্রহণকারী ইসরায়েলি সেনার আত্মহত্যা; ‘শুধুই লাশের গন্ধ পেতেন’
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টানা ২ বছর ক্ষেপণাস্ত্র ছুড়লেও মজুদ শেষ হবে না, হুঁশিয়ারি ইরানি কমান্ডারের
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিয়ানমারে সশস্ত্র দুই গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার মানুষ
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম