বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেট দুটিতে কপাট না থাকায় পূর্ণিমার জোয়ারে লবণপানি ওঠে তিন উপজেলার ৮টি বিলের পাকা-আধাপাকা বোরো ধান পানিতে তলিয়ে যাচ্ছে। এতে কয়েক হাজার হেক্টর জমির বোরো ধানের আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় ধান চাষিরা গেট দুটিতে কপাট দেওয়ার দাবি জানালেও তাতে কেউ কর্ণপাত করছে না। এ কারণে প্রতি পূর্ণিমা ও অমাবশ্যায় জোয়ারের লবণপানি ওঠে চাষিরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। স্থানীয় কৃষকরা জানান, ভৈরব নদ ও খাজুরা খালটি ৮টি বিল তথা মিনেদার, খড়িবুনিয়া, মাসকাটা, চাকুলী, শ্যামগঞ্জ, ঝিনাইখালী, কুমারখালী ও বিঘা বিলের মধ্য দিয়ে একদিকে শ্যামবাগাত হয়ে বাইনতলা গৌরম্বা এলাকায় গিয়ে মিশেছে। এসব বিলের ফসল রক্ষায় নদী-খালের প্রবেশমুখে পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধ নির্মাণ করে ছয়টি স্থানে একটি স্লুইসগেট নির্মাণ করে। নির্মাণ করার পর গেট ও তার কপাটগুলো ভালো থাকলেও প্রবল পানির চাপে তা ভেঙে যায়। এরপর দুই-একবার পানি উন্নয়ন বোর্ড গেটের কপাটগুলো মেরামত করলেও দীর্ঘদিন ধরে আর সংস্কার করা হয়নি। এর ফলে এখন পূর্ণিমা ও অমাবশ্যায় জোয়ারের লবণপানি উঠলে তা সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাচ্ছে। লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুমরা গ্রামের কৃষক মো. রফিকুল ইসলাম, মুজাহিদ শেখ, আবদুর রশিদ, খোকন শেখ ও সাবেক ইউপি সদস্য মো, জালাল উদ্দিন শেখ জানান, খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেটে কপাট না থাকায় পূর্ণিমার গোনে জোয়ারের লবণপানিতে তলিয়ে যেতে শুরু করেছে ৮টি বিলের কয়েক হাজার হেক্টর জমির পাকা-আধাপাকা বোরো ধান তলিয়ে যেতে শুরু করেছে। এ অবস্থায় খেতের চারপাশে বাঁধ দিয়ে কৃষকরা দিনে ও রাতে শ্যালো মেশিন বসিয়ে তা দিয়ে পানি সেচ দিয়ে ফসল বাঁচানোর চেষ্টা করছেন। লখপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা অভিজিৎ গাউন জানান, আমরা বেশ কয়েকটি বিলে সরেজমিন তদন্ত করে দেখেছি ধানের খেতে লবণপানি উঠায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। লবণ পানি উঠা বন্ধ করতে না পারলে পানিতে ধান তলিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন। ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার জানান, খাজুরা ও ভবনার খড়িবুনিয়ার স্লুইসগেট দুটিতে দ্রুত কপাট নির্মাণ করা সম্ভব না হলে মাটির বাঁধ দিয়ে গেট বন্ধ করতে পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে।
শিরোনাম
- মৎস্য রপ্তানির নীতিমালা ও প্রস্তুতিতে সরকার কাজ করবে : মৎস্য উপদেষ্টা
- 'আশুলিয়ার কম্পন নরসিংদীর মাধবদীর আফটারশক'
- আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
- নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ : সালাউদ্দিন
- দক্ষিণ আফ্রিকায় জি-২০ শীর্ষ সম্মেলন: বয়কট যুক্তরাষ্ট্রের, তবে থাকছে চমক
- যশোরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ
- বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- জাতীয় নার্সিং কমিশন গঠনের দাবিতে সমাবেশ, সড়ক অবরোধ
- ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জিততেই হবে : আমীর খসরু
- নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলে হামলা, ২১৫ শিক্ষার্থীসহ ২২৭ জনকে অপহরণ
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি