রবিবার, ২৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

গলা কেটে হত্যায় মামলা গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে গ্রাম্য চিকিৎসক আবদুল মান্নান আলীকে (৭০) গলা কেটে হত্যার ঘটনায় গতকাল মামলা হয়েছে। নিহতের বড় ছেলে মাহিম আহম্মেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি। হত্যাকান্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে শুক্রবার ঘটনার রাতেই ঘটনাস্থল থেকে প্রতিবেশী দুজনকে আটক করা হয়েছে। পুলিশ আটককৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। আটককৃতরা হলেন লিটন আলী ও রবিউল ইসলাম। স্থানীয়রা জানান, নিহত আবদুল মান্নান আলী পেশায় একজন পল্লী চিকিৎসক। উপজেলার শলুয়া ইউনিয়নের মালেকার মোড়ে তার একটি ওষুধের দোকান আছে। এ ছাড়া বাড়ির কাছে কলাবাগান ও বেগুনের জমি আছে। কলা ও বেগুনে পোকা দমনের জন্য মাঝেমধ্যে কীটনাশক প্রয়োগ করতে যেতেন মান্নান আলী।

 শুক্রবার ইফতারের আগে বাড়ি থেকে ইফতার সামগ্রী নিয়ে ওই বাগানে কীটনাশক প্রয়োগ করতে যান। এরপর রাত হলেও মান্নান আলী বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। রাত ৮টার দিকে তার জমির বেগুন খেতে একটি গর্তের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে দেখা যায় মান্নান আলীর গলায় আঘাতের চিহ্ন। চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল লতিফ জানান, শুক্রবার রাতেই ঘটনাস্থল থেকে নিহত আবদুল মান্নান আলীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে সন্দেহভাজন হিসেবে শুক্রবার গভীর রাতে একই এলাকার লিটন ও রবিউল নামের দুজনকে আটক করা হয়। গতকাল দুপুরে নিহতের বড় ছেলে মাহিম আহম্মেদ বাদী হয়ে মামলা করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর