শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

ভাঙন রক্ষা প্রকল্পে অনিয়ম ফুঁসে উঠেছেন এলাকাবাসী

মৌলভীবাজার প্রতিনিধি

ভাঙন রক্ষা প্রকল্পে অনিয়ম ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন

‘মৌলভীবাজারে ভাঙন রক্ষা প্রকল্পে নয়-ছয়’ শিরোনামে গত ১১ মে বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নেমেছেন নদীতীরের বাসিন্দারা। সচেতন মহলও অনিয়মের নিন্দা জানিয়েছে। সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১ হাজার কোটি টাকা ব্যয়ে ‘মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা’ প্রকল্পের সুবিধাভোগীরা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন। এ সময় বক্তারা বলেন, এর আগেও মনু নদী ড্রেজিংয়ের নামে সরকারের কয়েক কোটি টাকা তছরুপ করা হয়েছে। এবার এ রকম হলে ছাড় দেওয়া হবে না। জানা যায়, অধিকাংশ সাইটে ছিল না ব্যয় নির্দেশিকা সাইন বোর্ড। খবর প্রকাশের পর কয়েকটি সাইটে সাইন বোর্ড টাঙিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাছাড়া  নিম্নমানের ও সিমেন্ট মিশ্রিত পুরাতন পাথর বাতিল করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সুহান আলী বলেন, ভুলে আমাদের পার্টি কিছু খারাপ পাথর দিয়েছিল।

সর্বশেষ খবর