শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে অস্ত্রের মহড়ার অভিযোগ

ইউপি নির্বাচন

বরগুনা প্রতিনিধি

তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও তার কর্মীদের ওপর নৌকার প্রার্থীর কর্মীদের হামলা ও প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে। বরগুনা প্রেস ক্লাবে বর্তমান চেয়ারম্যান ও প্রার্থী দুলাল ফরাজী এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমি দুবার নির্বাচিত চেয়ারম্যান। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নৌকার প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর কর্মীরা আমার পোস্টার ছিঁড়েছেন, নির্বাচন অফিসের সামনে এসে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। সন্ত্রাসী নিয়ে প্রতিদিন আমার কর্মীদের মারধর করছেন। এ ব্যাপারে নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেছি।’ তালতলী থানার ওসি বলেন, ‘মৌখিক অভিযোগে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ নৌকার প্রার্থী কামরুজ্জামান বাচ্চুর মোবাইলে ফোনে কল করলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন রেখে দেন।

সর্বশেষ খবর