মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ০০:০০ টা

২০০ ড্রেন সংস্কারে মিলছে সুফল

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

২০০ ড্রেন সংস্কারে মিলছে সুফল

দেশজুড়ে চলছে টানা বর্ষণ। সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন জেলার ৮০ ভাগ এলাকা প্লাবিত। জলাবদ্ধ ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন অঞ্চল। তবে বিস্ময়করভাবে এবার তিন দিনের টানা বর্ষণেও কুমিল্লা মহানগরী উল্লেখযোগ্য জলাবদ্ধ হয়নি। অথচ গত বছরও তিন ঘণ্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা ডুবে যায়। সে সময় নগরীর কিছু স্থানে সড়কে নৌকাও চলেছে। বিভিন্ন সূত্রমতে, তিন মাস ধরে নগরীর ২ শতাধিক ড্রেন সংস্কারের কারণে জলাবদ্ধতার ভয়াবহতা কমেছে। এ ছাড়া বৃষ্টি চলার সময় বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার রাখতে সিটি করপোরেশন তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। সম্প্রতি ১৫ জুন সিটি নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা আন্তরিকভাবে ড্রেন সংস্কারের কাজ করেছেন। তাই বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘কুমিল্লা নগরীর পানি নিষ্কাশনের প্রধান খাল কান্দিখাল। টমছম ব্রিজ থেকে লাকসাম রোডের সড়কটি চার লেনে উন্নীতের কাজ করতে গিয়ে খালটির একাংশ ভরাট করা হয়েছে। কিছু অংশ ভরাটে বর্তমানে খালটি সরু ড্রেনে পরিণত হয়েছে। এ খালের কিছু অংশ পাশের ৪০টির বেশি প্রতিষ্ঠান দখলে রেখেছে। সেই ভূমি উদ্ধার হলে খালটি প্রশস্ত হবে। কুমিল্লা নগরীতে সমন্বয় ও আন্তরিকতার সংকটে নাগরিক দুর্ভোগ বাড়ে। এবার জলাবদ্ধতার স্থায়িত্ব কম ছিল। জলাবদ্ধতা দূর করতে কান্দিখাল আরও প্রশস্ত ও গভীর করা দরকার। সেটি দ্রুতই করা প্রয়োজন।’ সচেতন নাগরিক কমিটি, কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, ‘এবার তুলনামূলকভাবে নগরীতে কম জলাবদ্ধতা হয়েছে। তবে জনপ্রতিনিধিরা নির্বাচনের বছরের মতো সব বছরে যেন আন্তরিকভাবে ড্রেন সংস্কার কাজ করেন।’ তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের সঙ্গে নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। ড্রেনকে ময়লা ফেলে ডাস্টবিন বানানো যাবে না।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ড. শফিকুল ইসলাম বলেন, ‘তিন মাস ধরে নগরীর ২ শতাধিক ড্রেন সংস্কার করা হয়েছে। যার কারণে জলাবদ্ধতার ভয়াবহতা এবার কমেছে। এ ছাড়া বৃষ্টির সময় বিভিন্ন স্থানে ড্রেন পরিষ্কার রাখতে আমাদের কর্মীরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। এদিকে কান্দিখাল সংস্কারে টেন্ডার হয়েছে। সিটি করপোরেশনের নতুন পরিষদ গঠিত হলে সে কাজ শুরু হবে। সে সময় আমরা জেলা প্রশাসনের সহায়তায় খাল দখলকারীদের উচ্ছেদ করব।’

সর্বশেষ খবর