শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বিদ্যালয়ের নামফলক উন্মোচন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি

প্রতিষ্ঠার ২০ বছর পর জয়পুরহাট পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের নামকরণ হলো একজন শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ কর্মকর্তার নামে। পরিবর্তিত নাম ‘শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইনস হাইস্কুল’। বুধবার দুপুরে নতুন নামফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

নামফলক উন্মোচনের পর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘একজন বীর মুক্তিযোদ্ধা পুলিশ কর্মকর্তার নামে স্কুলটির নামকরণ হওয়ায় প্রতিটি শিক্ষার্থী স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জন্য আত্মোৎসর্গকারী পুলিশ কর্মকর্তা শহীদ নজমুল হকের আদর্শ এ স্কুলের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আলোর পথ দেখাবে।’ পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি আবদুুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ প্রমুখ।

 

সর্বশেষ খবর