মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

নদী দূষণকারী দুই কারখানার গ্যাস-বিদ্যুৎ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় লালপুর ও সস্তাপুর এলাকায় গতকাল নদী দূষণকারী দুই কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসির বিদ্যুৎ বিছিন্নকারী টিম, তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী টিম, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদফতর কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টিম কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়। কারখানাগুলো হলো ফতুল্লার লালপুর এলাকার চাঁদ নিট কম্পোজিট (সাবেক অহনা ডাইং) যা বর্তমানে জারির কম্পোজিট নামে পরিচালিত এবং সস্তাপুর এলাকার হারুন ডাইং অ্যান্ড প্রিন্টিং ওয়ার্কস।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের উপপরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, কারখানাগুলোয় দীর্ঘদিন পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং দূূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি স্থাপন ব্যতীত কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ইতিপূর্বে কারখানাগুলোকে পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা থেকে ক্ষতিপূরণ ধার্য ও আরোপ এবং ইটিপি স্থাপনের নির্দেশনা দেওয়া হলেও তা না মেনে কারখানা কর্তৃপক্ষ অব্যাহতভাবে পরিবেশ দূষণ করছিল। একাধিক দূষণকারী কারখানার অব্যাহত দূষণ স্থায়ীভাবে বন্ধের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। উল্লিখিত দুটি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদফতরের কার্যালয় থেকে প্রস্তাব দেওয়া হয়। পরে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্নের প্রস্তাব অনুমোদন করেন। নারায়ণগঞ্জে নদী দূষণকারী সব কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর