চলমান বন্যায় মৌলভীবাজারে মৌসুমি গরুর খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক খামারি গরু নিয়ে চরম বিপাকেও পড়েছেন। খাদ্য সংকটের কারণে কমছে গরুর ওজন। এবার লাভের চেয়ে লোকসানের চিন্তায় দিন কাটছে তাদের। পানি বাড়ায় কোনো কোনো এলাকায় চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় খামারিরা রাত জেগে গরু পাহারা দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, জেলার হাওরপারের এলাকা বন্যায় প্লাবিত হওয়ায় খামারিরা বাজার, ব্রিজ ও রাস্তার পাশে গরু রাখছেন। জেলা প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা যায়, সাত উপজেলার ২৭টি ইউনিয়নের ২০ হাজার ৯০৯টি গরু, ১ হাজার ৭৭০টি মহিষ, ৭ হাজার ৪১৫টি ছাগল ও ১ হাজার ৫৩৩টি ভেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে খামারিদের সম্ভাব্য ক্ষতি হয়েছে ১ কোটি ১৬ লাখ ১২ হাজার ৩০০ টাকা। এদিকে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় কোরবানিযোগ্য গবাদিপশু প্রস্তুত রয়েছে গরু ৪৩ হাজার ৪৯৪টি, মহিষ ২ হাজার ৮১৬টি, ছাগল ১২ হাজার ৬২১টি ও ভেড়া ৫ হাজার ২৬টি। এদিকে বিগত বোরো মৌসুমে মুষলধারে বৃষ্টির কারণে খড় সংগ্রহ করতে পারেনি কৃষকরা। ফলে গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। গৃহপালিত এসব গবাদিপশুর খাদ্যের জোগানে চরম দুশ্চিন্তায় পড়েছে কৃষক ও খামারিরা। গরুর খাবারের জন্য কচুরিপানা সংগ্রহে বিভিন্ন খাল-বিলে ছুটছে তারা। কৃষকরা তাদের পালিত গরু, মহিষকে পর্যাপ্ত খাবার দিতে পাড়ছেন না। যার কারণে ক্রমান্বয়ে কমছে গরুর ওজন। জানা যায়, জেলার হাওর অঞ্চলের গ্রামের প্রতিটি বাড়িতে দেশীয় জাতের দুই/তিনটি কোরবানিযোগ্য গরু লালনপালন করা হয়। হাওরে এমন কোনো বাড়ি নেই যেখানে তাদের বাড়িতে গরু-বাছুর নেই। এসব গবাদিপশু পালনে খোলা মাঠে বেঁধে ঘাস খাওয়ানো হয়। এভাবে দুগ্ধজাত গাভী ও ষাড় গরু মোটাতাজা করে থাকেন কৃষকরা। এসব গরুর দুধ ও গরু বিক্রি করে বার্ষিক প্রায় অর্ধ লক্ষাধিক টাকা আয় করেন তারা। কিন্তু চলতি বোরো মৌসুমে মুষলধারে বৃষ্টি থাকার কারণে ভরা বর্ষায় গরুকে খাওয়ানোর জন্য খড় সংগ্রহ করতে পারেনি কৃষকরা। ফলে গবাদিপশুর দেখা দিয়েছে খাদ্যাভাব। এ ছাড়া খড়ের দাম বেড়েছে ১০ গুণ। এ কারণে বিপাকে পড়েছে খামারিরা। গরু বাঁচাতে নানা দুশ্চিন্তায় পড়েছে তারা। জেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিনথিয়া কবির বলেন, আমরা খামারিদের খোঁজখবর নিচ্ছি এবং প্রাথমিক চিকিৎসাও দেওয়া হচ্ছে। তালিকা করে বরাদ্দের জন্য ঢাকায় পাঠিয়েছি।
শিরোনাম
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিরা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা
১৪ ঘণ্টা আগে | জাতীয়