বুধবার, ২৯ জুন, ২০২২ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইলেন প্রতিবন্ধী অঞ্জনা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রীর কাছে চাকরি চাইলেন প্রতিবন্ধী অঞ্জনা

জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী অঞ্জনা রানী হালদার। শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ পিতা-মাতাকে নিয়ে কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার বিবি নন্দী রোডের পুরাতন আনসার অফিসের সরকারি জায়গায় মাথা গোঁজার ঠাঁই হয়েছে পরিবারটির। প্রতিবন্ধী অঞ্জনা রানী হালদার প্রাইভেট টিউশনি আর বাচ্চাদের গান শিখিয়ে যা উপার্জন করেন তা দিয়ে কোনো রকমে জোড়া তালি দিয়ে চলছে সংসার। নিজে জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী হলেও অদম্য মেধাবী অঞ্জনা জীবন সংগ্রামে কখনো দমে যাননি। সমাজের নানা গঞ্জনা উপেক্ষা করে নিদারুন কষ্ট সহ্য করে ২০১৩ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ইতিহাস বিভাগে অনার্স ও ২০১৪ সালে মাস্টার্স পাস করেছেন অঞ্জনা। কিন্তু মাষ্টার্স পাস করেও কপালে চাকরি জোটেনি অঞ্জনার। টিউশনি আর গান গেয়ে অর্থ আয় করে পরিবারের হাল ধরেছেন তিনি। সরকারি চাকরির বয়স প্রায় শেষ হতে চলেছে। এ অবস্থায় সরকারি একটি চাকরির জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে গতকাল কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন অঞ্জনা রানী হালদার।

সর্বশেষ খবর