শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

ট্রেন চালুর ৯ বছর পর অনলাইন টিকিট

নেত্রকোনা প্রতিনিধি

আন্তঃনগর ট্রেন চালুর ৯ বছর পর নেত্রকোনা স্টেশনে গতকাল চালু হয়েছে অনলাইন টিকিট বিক্রি। মোট টিকিটের অর্ধেক বিক্রি হবে অনলাইনে, বাকি অর্ধেক কাউন্টার থেকে। অনলাইন সিস্টেম চালুর প্রথম দিনই কাউন্টারে তেমন ভিড় দেখা যায়নি। ভোগান্তি কমেছে যাত্রীদের। তবে শঙ্কা রয়েছে অনলাইনে কালোবাজারির। অনেকে কিনে রেখে পরে বিক্রি করেন, এমনটা জানালেন যাত্রীরা। পাশাপাশি অনলাইনে যারা অভ্যস্থ নয় তারা পড়বেন বিপাকে। তাৎক্ষণিক প্রয়োজন এমন মানুষও এখন আর সেই সুযোগ পাবেন না বলে জানান টিকিট মাস্টার। পাঁচ দিন আগে কাটতে হবে সব টিকিট।

নেত্রকোনা বড় স্টেশন মাস্টার নাজমুল হক বলেন, আমরা আগে হয়তো তাৎক্ষণিক টিকিট দিতে পারতাম অনেককে। এখন তা আর দেওয়া যাবে না। টিকিট নিতে হবে পাঁচ দিন আগে।

সর্বশেষ খবর