ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু আসবে না-সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন দেশি খামারিরা। কিন্তু চোরা পথে সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু ঢোকায় লোকসানের আশঙ্কায় দিশাহারা তারা। খামারিরা জানান, সব কিছুর দাম বৃদ্ধিতে এমনিতে তাদের অভাব-অনটন চলছে। কোরবানির ঈদ ঘিরে গরু মোটাতাজা করে কিছু লাভের আশা করছেন তাঁরা। কিন্তু ভারতীয় গরু এলে পথে বসতে হবে। কয়েকজন খামারি বলেন, গবাদি পশুর রোগবালাইসহ পশুখাদ্যের দাম বাড়ায় এমনিতে এখন গরুতে তেমন লাভ থাকছে না। তার ওপর ঈদের আগে ভারতীয় গরু এলে গবাদি পশু পালনে আগ্রহ হারাবেন দেশি খামারিরা। জানা যায়, পাচার হয়ে আসা গরু বাজারে বিক্রির প্রস্তুতি চলছে। যদিও পুলিশ প্রশাসন বলছে, যেকোনো মূল্যে ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে হবে। অন্যদিকে পরীক্ষা ছাড়া ভারতীয় গরু বাজারে বিক্রি করলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য বিভাগ। জানা যায়, কোরবানির ঈদ ঘিরে জীবনের মায়া ত্যাগ করে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ব্যবসায়ীরা ভারতীয় গরু বাংলাদেশে আনা শুরু করেছেন। ভারত সরকার বাংলদেশে গরু রপ্তানি নিষিদ্ধ করা সত্ত্বেও বিভিন্ন সীমান্ত দিয়ে গরু আসছে। দুই পারের ব্যবসায়ীরা অবৈধ পথে গরু কেনাবেচা করছেন। কিছুদিন আগে কালিগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, প্রায়ই বিএসএফের গুলির ভয় উপেক্ষা করে ভারত থেকে বাংলাদেশে গরু আসছে। তাদের ধারণা, ঈদের আগে প্রচুর ভারতীয় গরু সীমান্ত দিয়ে ঢুকবে। এলাকাবাসী জানান, উত্তরের সীমান্ত এলাকা লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী, আউলিয়ারহাট, বাউরা, রসুলগঞ্জ, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি দিয়ে কোরবানির ঈদ ঘিরে গরু এনে জড়ো করা হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ২০০ গরু আসছে এসব সীমান্ত দিয়ে। কয়েক দিনের মধ্যেই এ সংখ্যা চার গুণ বাড়বে বলে ব্যবসায়ীদের ধারণা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাটের পরিচালক লে. কর্নেল তৌহিদুল ইসলাম জানান, ঈদ সামনে রেখে গরু চোরাচালান যাতে না বাড়ে এ জন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পাচার রোধে সিজারলিস্ট তৈরি হচ্ছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই কথা বলেন, বিজিবি বুড়িমারী ক্যাম্পের কমান্ডার। লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, সম্প্রতি জেলার পাটগ্রামে কিছু ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। এবার ঈদ ঘিরে ভারতীয় গরু যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক করা হয়েছে। পুলিশও সর্বোচ্চ সর্তক রয়েছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ