ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু আসবে না-সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন দেশি খামারিরা। কিন্তু চোরা পথে সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু ঢোকায় লোকসানের আশঙ্কায় দিশাহারা তারা। খামারিরা জানান, সব কিছুর দাম বৃদ্ধিতে এমনিতে তাদের অভাব-অনটন চলছে। কোরবানির ঈদ ঘিরে গরু মোটাতাজা করে কিছু লাভের আশা করছেন তাঁরা। কিন্তু ভারতীয় গরু এলে পথে বসতে হবে। কয়েকজন খামারি বলেন, গবাদি পশুর রোগবালাইসহ পশুখাদ্যের দাম বাড়ায় এমনিতে এখন গরুতে তেমন লাভ থাকছে না। তার ওপর ঈদের আগে ভারতীয় গরু এলে গবাদি পশু পালনে আগ্রহ হারাবেন দেশি খামারিরা। জানা যায়, পাচার হয়ে আসা গরু বাজারে বিক্রির প্রস্তুতি চলছে। যদিও পুলিশ প্রশাসন বলছে, যেকোনো মূল্যে ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে হবে। অন্যদিকে পরীক্ষা ছাড়া ভারতীয় গরু বাজারে বিক্রি করলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য বিভাগ। জানা যায়, কোরবানির ঈদ ঘিরে জীবনের মায়া ত্যাগ করে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ব্যবসায়ীরা ভারতীয় গরু বাংলাদেশে আনা শুরু করেছেন। ভারত সরকার বাংলদেশে গরু রপ্তানি নিষিদ্ধ করা সত্ত্বেও বিভিন্ন সীমান্ত দিয়ে গরু আসছে। দুই পারের ব্যবসায়ীরা অবৈধ পথে গরু কেনাবেচা করছেন। কিছুদিন আগে কালিগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, প্রায়ই বিএসএফের গুলির ভয় উপেক্ষা করে ভারত থেকে বাংলাদেশে গরু আসছে। তাদের ধারণা, ঈদের আগে প্রচুর ভারতীয় গরু সীমান্ত দিয়ে ঢুকবে। এলাকাবাসী জানান, উত্তরের সীমান্ত এলাকা লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী, আউলিয়ারহাট, বাউরা, রসুলগঞ্জ, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি দিয়ে কোরবানির ঈদ ঘিরে গরু এনে জড়ো করা হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ২০০ গরু আসছে এসব সীমান্ত দিয়ে। কয়েক দিনের মধ্যেই এ সংখ্যা চার গুণ বাড়বে বলে ব্যবসায়ীদের ধারণা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাটের পরিচালক লে. কর্নেল তৌহিদুল ইসলাম জানান, ঈদ সামনে রেখে গরু চোরাচালান যাতে না বাড়ে এ জন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পাচার রোধে সিজারলিস্ট তৈরি হচ্ছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই কথা বলেন, বিজিবি বুড়িমারী ক্যাম্পের কমান্ডার। লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, সম্প্রতি জেলার পাটগ্রামে কিছু ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। এবার ঈদ ঘিরে ভারতীয় গরু যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক করা হয়েছে। পুলিশও সর্বোচ্চ সর্তক রয়েছে।
শিরোনাম
- ৩৭ রানে ৮ উইকেট হারিয়ে সিরিজ হারল দক্ষিণ আফ্রিকা
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গড়তে এখনই ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় : নবীউল্লাহ নবী
- সমালোচনার মাঝেই শেষ হলো গামিনির বাংলাদেশ অধ্যায়
- অবশেষে মুখ খুললেন রাশমিকা, জানালেন কেন বিয়ে করছেন বিজয়কে
- ত্বকী হত্যায় জড়িত শামীম-অয়ন-আজমেরী-নিজাম: রফিউর রাব্বী
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
সীমান্ত দিয়ে আসছে গরু দুশ্চিন্তায় খামারিরা
দেশি গরুর আশানুরূপ দাম না পাওয়ার শঙ্কা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর