ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু আসবে না-সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন দেশি খামারিরা। কিন্তু চোরা পথে সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু ঢোকায় লোকসানের আশঙ্কায় দিশাহারা তারা। খামারিরা জানান, সব কিছুর দাম বৃদ্ধিতে এমনিতে তাদের অভাব-অনটন চলছে। কোরবানির ঈদ ঘিরে গরু মোটাতাজা করে কিছু লাভের আশা করছেন তাঁরা। কিন্তু ভারতীয় গরু এলে পথে বসতে হবে। কয়েকজন খামারি বলেন, গবাদি পশুর রোগবালাইসহ পশুখাদ্যের দাম বাড়ায় এমনিতে এখন গরুতে তেমন লাভ থাকছে না। তার ওপর ঈদের আগে ভারতীয় গরু এলে গবাদি পশু পালনে আগ্রহ হারাবেন দেশি খামারিরা। জানা যায়, পাচার হয়ে আসা গরু বাজারে বিক্রির প্রস্তুতি চলছে। যদিও পুলিশ প্রশাসন বলছে, যেকোনো মূল্যে ভারতীয় গরুর প্রবেশ ঠেকাতে হবে। অন্যদিকে পরীক্ষা ছাড়া ভারতীয় গরু বাজারে বিক্রি করলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য বিভাগ। জানা যায়, কোরবানির ঈদ ঘিরে জীবনের মায়া ত্যাগ করে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ব্যবসায়ীরা ভারতীয় গরু বাংলাদেশে আনা শুরু করেছেন। ভারত সরকার বাংলদেশে গরু রপ্তানি নিষিদ্ধ করা সত্ত্বেও বিভিন্ন সীমান্ত দিয়ে গরু আসছে। দুই পারের ব্যবসায়ীরা অবৈধ পথে গরু কেনাবেচা করছেন। কিছুদিন আগে কালিগঞ্জ উপজেলার লোহাকুচি সীমান্তে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, প্রায়ই বিএসএফের গুলির ভয় উপেক্ষা করে ভারত থেকে বাংলাদেশে গরু আসছে। তাদের ধারণা, ঈদের আগে প্রচুর ভারতীয় গরু সীমান্ত দিয়ে ঢুকবে। এলাকাবাসী জানান, উত্তরের সীমান্ত এলাকা লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী, আউলিয়ারহাট, বাউরা, রসুলগঞ্জ, হাতীবান্ধা, কালিগঞ্জ, আদিতমারি দিয়ে কোরবানির ঈদ ঘিরে গরু এনে জড়ো করা হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ২০০ গরু আসছে এসব সীমান্ত দিয়ে। কয়েক দিনের মধ্যেই এ সংখ্যা চার গুণ বাড়বে বলে ব্যবসায়ীদের ধারণা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাটের পরিচালক লে. কর্নেল তৌহিদুল ইসলাম জানান, ঈদ সামনে রেখে গরু চোরাচালান যাতে না বাড়ে এ জন্য সীমান্তে টহল জোরদার করা হয়েছে। পাচার রোধে সিজারলিস্ট তৈরি হচ্ছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই কথা বলেন, বিজিবি বুড়িমারী ক্যাম্পের কমান্ডার। লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, সম্প্রতি জেলার পাটগ্রামে কিছু ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। এবার ঈদ ঘিরে ভারতীয় গরু যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবিকে সতর্ক করা হয়েছে। পুলিশও সর্বোচ্চ সর্তক রয়েছে।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
সীমান্ত দিয়ে আসছে গরু দুশ্চিন্তায় খামারিরা
দেশি গরুর আশানুরূপ দাম না পাওয়ার শঙ্কা
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর