ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আট স্থানে আবর্জনার স্তূপ দিন দিন বাড়ছে। নষ্ট হচ্ছে মহাসড়কের সৌন্দর্য। আবর্জনার তীব্র দুর্গন্ধে দুর্ভোগে পড়ছেন পথচারীসহ ওই এলাকার মানুষ। পরিবেশ দূষিত হয়ে উঠছে। এ বিষয়ে সাময়িক পদক্ষেপ নেওয়া হলেও সেখানে কয়েক দিন পর পুনরায় আবর্জনার স্তূপ বাড়তে থাকে। সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালতলী এলাকায়, চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল এলাকায়, বাস স্টেশন এলাকায়, বুড়িচং উপজেলার নিমসারবাজার এলাকায়, সদর দক্ষিণ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের কাছে, সুয়াগাজী বাজারের সড়কদ্বীপে, চৌদ্দগ্রাম বাজার এলাকায় ও মিয়া বাজার এলাকার সড়কদ্বীপে আবর্জনা ফেলা হচ্ছে। মিয়া বাজারের ব্যবসায়ী জাহিদ হোসেন বলেন, যেখানে মানুষ আছে, সেখানে আবর্জনা হবেই। প্রশাসন বাজার ইজারা দিলেও আবর্জনা ফেলার স্থানের ব্যবস্থা করেনি। মানুষ কোথায় ময়লা ফেলবে? সরেজমিন দেখা যায়, চৌদ্দগ্রামের চৌদ্দগ্রাম বাজার, মিয়া বাজার, সদর দক্ষিণের সুয়াগাজী বাজারের আবর্জনার তীব্র দুর্গন্ধে যাতায়াতকারীরা নাক চেপে পথ পার হচ্ছেন। কোথাও রাস্তার পাশে আগুন লাগিয়ে আবর্জনা পুড়িয়ে ফেলার কারণে মরে গেছে শতাধিক গাছ। বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান জানান, আমরা মহাসড়কের পাশে আবর্জনা ফেলা বন্ধের বিষয়ে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় সচেতনতামূলক পথসভা করেছি। কোথাও মহাসড়কের পাশে আবর্জনা ফেলা কমেছে, কোথাও তা অব্যাহত রয়েছে। প্রশাসনকে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান করে দিতে হবে। পৌরসভা ও বাজারের ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। মহাসড়কে আবর্জনার বিষয়ে ব্যবসায়ী, জনগণ ও প্রশাসন সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, সুয়াগাজী বাজারের সড়কদ্বীপে আবর্জনা ফেলা নিয়ে আমরা বিভিন্ন সময়ে ব্যবস্থা নিয়েছি। এবার সড়ক বিভাগের সঙ্গে কথা হয়েছে। যাতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়। আশা করছি তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। সড়ক ও জনপথ অধিদফতর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, মহাসড়ক জাতীয় সম্পদ। এর সৌন্দর্য রক্ষায় সবার সচেতন থাকা প্রয়োজন। মহাসড়কের পাশে ময়লা না ফেলতে বাজার কমিটি ও পৌরসভাকে বিভিন্ন সময় চিঠি দেওয়া হয়েছিল। কিছু স্থানে সড়কদ্বীপে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে ভবিষ্যতে আরও পদক্ষেপ গ্রহণ করব। আশা করি ডিসেম্বরের মধ্যে মহাসড়ক আবর্জনামুক্ত হবে।
শিরোনাম
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মহাসড়কে আবর্জনার স্তূপ
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর