মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

ছয় জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

হবিগঞ্জের মাধবপুরে গতকাল বাস, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। একই দিন দেশের বিভিন্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও আটজন। প্রতিনিধিদের পাঠানো খবর- হবিগঞ্জ : বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় বাস, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে নিহতরা হলেন মুরাদ মিয়া, দিনারী বেগম, হেলেনা বেগম ও অন্যজন মাইক্রোবাস চালক।  দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জে সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় মিতুল হাওলাদার নামের এক সহকারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে দুপুরে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের মহুগাঁও বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন জাকির হোসেন সুজন নামে এক আরোহী। কুমিল্লা : নাঙ্গলকোটের বক্সগঞ্জে সকালে নিজের ট্রাক্টরের নিচে পড়ে শাহাদাত হোসেন নামের এক চালকের মৃত্যু হয়েছে। এদিকে বরুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত ভিডিও কন্টেন্ট নির্মাতা কবির হোসেন মারা গেছেন। মাদারীপুর : শিবচরে বাসের ধাক্কায় আবদুস সালাম মাদবর নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় মহাসড়কের কামারখন্দে দুপুরে বাস ও অজ্ঞাত গাড়ির সংঘর্ষে বাসের সুপারভাইজারের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা পৌর এলাকার বড়বাজার পাড়ায় ইজিবাইক চাপায় ছুটি সাধু খাঁ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জ : সিরাজদিখান উপজেলার নিমতলী-কেয়াইন সড়কে সকালে বাসচাপায় নিহত হয়েছেন অটোরিকশার যাত্রী সুফল দাস।

সর্বশেষ খবর