রেলওয়ের ফেনী অংশ থেকে দৈনিক ৩ হাজার ২০০ লিটার জ্বালানি তেল চুরি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রতিদিন ফেনীর শর্শদী স্টেশনের আশপাশ এলাকা থেকে তেল চুরি করছে। যার বর্তমান বাজারমূল্য ৩ লাখ ৬৪ হাজার টাকা। মাসিক হিসাবে যার দাম দাঁড়ায় ১ কোটি ৯ লাখ ৪৪ হাজার টাকা। রেলওয়ের নিয়ম অনুযায়ী অনুমোদিত কিছু স্টেশন ছাড়া অন্য কোথাও ট্রেন থামার নিয়ম না থাকলেও ফেনীর শর্শদী স্টেশনে পণ্যবাহী ট্রেন প্রতিদিন থামছে ১০-১৫ মিনিটের জন্য। শর্শদী স্টেশনের একজন কর্মকর্তা তেল চুরির বিষয়টি রেলওয়ের পূর্বাঞ্চলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিত আকারে জানিয়েছেন বলে জানা যায়। চোরের সিন্ডিকেটটি খুবই প্রভাবশালী হওয়ায় তিনি নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার অনুরোধ জানান। জানা যায়, চট্টগ্রামের গুডস পোর্ট ইয়ার্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে দৈনিক ৮টি মালবাহী ট্রেন ছেড়ে যায়। যাওয়ার আগে প্রতিটি ট্রেনে জ্বালানি তেল ভর্তি করা হয়। ট্রেনের গার্ড-চালক ও সিজিপিওয়াইর কিছু কর্মকর্তার যোগসাজশে অনেক ট্রেনে বাড়তি তেল নেওয়া হয়। তারপর শর্শদী স্টেশনের আউটার সিগন্যালের মূল পয়েন্টে ট্রেন ১০-১৫ মিনিটের জন্য থামিয়ে ট্রেনের তেলের ট্যাংকে পাইপ লাগিয়ে ড্রামে করে তেল চুরি করে সিন্ডিকেটটি। একটি ট্রেন থেকে কম হলেও দুই ড্রাম বা ৪০০ লিটার তেল চুরি করে সিন্ডিকেট। একটি ট্রেনের তেলের ট্যাংকে ৩ হাজার লিটার পর্যন্ত তেল নেওয়া যায়। সে হিসেবে ৮টি ট্রেন থেকে প্রতিদিন ৩ হাজার ২০০ লিটার তেল চুরি করা হচ্ছে। এ কারণে রেলওয়ে লোকসান থেকে বের হতে পারছে না বলে অভিযোগ করেছেন অনেকে। জানা যায়, স্থানীয় তিনজন প্রভাবশালী তেল চুরির সঙ্গে জড়িত থাকায় ওই স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা কিছু করতে পারছেন না। রেলের নথিপত্রে জ্বালানি ব্যবহারের কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই বলে জানা যায়। নির্দিষ্ট সংখ্যক বগি নিয়ে একটি ট্রেন চললে যে পরিমাণ তেল খরচ হয়, তার একটা হিসাব ধরে যুগের পর যুগ চলছে। মৌখিক এ হিসাবকে পুঁজি করে চোর চক্রের সঙ্গে দুর্নীতিবাজ কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে প্রতিদিন হচ্ছে তেল চুরি। মূলত চুরির কারণেই তেলের ওপর নিয়ন্ত্রণ নেই রেলের। সম্প্রতি সিজিপিওয়াই দুর্নীতি দমন কমিশনও (দুদক) অভিযান চালিয়ে ট্রেন থেকে তেল চুরির সত্যতা পেয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৮০০ লিটার তেল চুরির প্রমাণ পায় দুদক।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
রেলের জ্বালানি তেল চুরির মহোৎসব
জমির বেগ, ফেনী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর