বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ন্যায্যমূল্যের দাবিতে গণবিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি

মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরে ইন্টারচেঞ্জ নির্মাণে অধিগ্রহণকৃত ভূমি ও ভূমির ওপর স্থাপনার ন্যায্যমূল্য এবং ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে গণবিক্ষোভ করেছে ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিকরা। গতকাল  হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ক্ষতিগ্রস্ত জমি ও স্থাপনা মালিকদের দাবি বাস্তবায়ন কমিটি আয়োজিত গণবিক্ষোভে ক্ষতিগ্রস্ত শত শত ব্যবসায়ী-শ্রমিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবদুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ও আবদুল বাকীসহ ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা। এ সময় বক্তারা বলেন, ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী ক্ষতিগ্রস্ত ভূমি ও স্থাপনার মালিকদের সঙ্গে সমন্বয় করে ন্যায্য মূল্য প্রদানসহ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়।

সর্বশেষ খবর