দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের চিলমারীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু তুলতে থাকায় হুমকির মুখে পড়েছে পাশের বিদ্যালয় ও ফসলি জমি। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত চলছে বালু তোলার মহোৎসব। প্রতিদিন বালু তোলায় হুমকিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাদি জমি। বর্তমান ইউপি চেয়ারম্যানের নির্দেশনায় তোলা হচ্ছে বালু। যেন দেখার কেউ নেই। কেউ ভয়ে মুখ খুলতে নারাজ। বালু উত্তোলনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা। প্রশাসনের নীরবতা ও আইনগত ব্যবস্থা না নেওয়াকে দায়ী করছেন এলকাবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়ন পরিষদের জায়গা ভরাটে ব্যবহার করা হচ্ছে বিশালাকৃতির ড্রেজার। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে খেরুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পড়েছে হুমকির মুখে। শুধু তাই নয়, বালু উত্তোলন করায় ভাঙনের মুখে পড়েছে পাশের ফসলি জমি। ইউনিয়ন পরিষদের মাঠ ভরাট করা হচ্ছে বেশ কিছুদিন থেকে। বিদ্যালয়সংলগ্ন মাঠ ও পুকুর থেকে ড্রেজারের মাধ্যমে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে প্রতিনিয়ত। দীর্ঘদিন থেকে বালুমাটি উত্তোলনের ফলে বিরাট গভীরতার সৃষ্টি হয়েছে। ফলে অতিবৃষ্টি বা বন্যার সময় কিংবা যে-কোনো মুহূর্তে বিদ্যালয়টি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর। এলাকাবাসী জানান, তাঁরা দীর্ঘ সময় ধরে বালুমাটি উত্তোলনের বিরোধিতা করে আসছেন। কিন্তু কর্ণপাত করা হচ্ছে না। তাই বলে লাভ কি? ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের নির্দেশে ড্রেজার দিয়ে বেশ কিছুদিন থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ ছাড়া নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসেন উপজেলা নির্বাহী অফিসার। তাঁর সামনেই ওই সময় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হলেও তিনি তা বন্ধের নির্দেশ দেননি। এ অবস্থায় বিদ্যালয়টির ক্ষতি হলে কে এর দায়িত্ব নেবে। আমাদের সন্তানরা পড়াশোনা কোথায় করবে। তবে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান কোনো কথা বলতে রাজি হননি। খেরুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জানান, যেভাবে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে এতে ভারী বৃষ্টি কিংবা বন্যায় বিদ্যালয়টি মারাত্মক ঝুঁকিতে পড়বে। বিলীন হয়ে যেতে পারে নদীগর্ভে। চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিষয়টি শুনেছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বন্দর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।’ এছাড়া কারা এই বালু তোলার সঙ্গে জড়িত এ বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শিরোনাম
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
অবৈধ ড্রেজারে বালু তোলায় হুমকিতে স্কুল ও ফসলি জমি
নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে বালু তোলার মহোৎসব
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর