রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মরা খালের ওপর নির্মাণাধীন ৬০ মিটার দৈর্ঘ্যরে সেতুর কাজ তিন বছরেও সম্পন্ন হয়নি। নানা অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় দুই জেলার কয়েক ইউনিয়নের লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। জানা যায়, উপজেলার মানুষের প্রাণের দাবি গোয়ালন্দের উজানচর এবং ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইনিয়নের সংযোগস্থল মরা খালের ওপর একটি সেতু নির্মাণের। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৭ মে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে ৬০ মিটার আরসিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বরাদ্দ দেওয়া হয় ২ কোটি ৮৪ লাখ টাকা। বরিশালের মেসার্স রূপালী কনস্ট্রাকশন কাজের দায়িত্ব পায়। ২০২০ সালের ২৬ জুলাই কাজ শেষ হওয়ার কথা ছিল। স্থানীয়রা জানান, উজানচর ও গোপালপুরসহ পাশর্^বর্তী কয়েক ইউনিয়নের যাতায়াতে এই নদী প্রধান বাধা। দুই ইউনিয়নের মানুষের প্রয়োজনীয় কাজ ও কৃষিপণ্য পরিবহণে ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয়। বৃষ্টির সময় বেড়ে যায় ভোগান্তি। সরেজমিন গতকাল গিয়ে দেখা যায়, ব্রিজের কাজ বন্ধ রয়েছে। সাধারণ মানুষ নৌকায় যাতায়াত করছেন। ছোট ছোট যানবাহনে করে কৃষিপণ্য খালের দুই পাড়ে এনে আনলোড করছেন। সেগুলো নৌকায় করে আবার ওপার নিয়ে অন্য গাড়িতে লোড করছেন। এতে সময় ব্যয় হচ্ছে। বাড়ছে খরচ। উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান বলেন, বিভিন্ন অজুহাতে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখায় বিলম্ব হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানানো হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করবেন বলে তারা চূড়ান্ত সময় নিয়েছেন। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, বিষয়টি নিয়ে আমি বিব্রত। প্রকৌশলী কেন নির্দিষ্ট সময়ে কাজ করতে পারেনি তা নিয়ে ঢাকায় গিয়ে আলোচনা করব।