মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কাথুলী মোড় এলাকায় তাসনিম ঊর্মি (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তার স্বামী আশরাফুজ্জামান প্রিন্স পলাতক। এক সন্তানের জননী ঊর্মি একই উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে। নিহতের বাবা জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বেয়াই (মেয়ের শ্বশুর) হাসেম শাহ্ মোবাইল ফোনে জানান, ঊর্মি অসুস্থ হওয়ায় তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অসুস্থতার কারণ জানতে চাইলে ঊর্মি ফাঁস নিয়েছেন বলে জানানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারেন মেয়ে অনেক আগেই মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, প্রিন্স মাদকাসক্ত। কারণে-অকারণে স্ত্রীকে মারধর করত সে। গাংনী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ঊর্মির শরীরে আঘাতের আলামত আছে। ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।
কলাপাড়ায় লাশ উদ্ধার : পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী সাবিনার (২৪) লাশ গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাদুরতলী গ্রামের স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মৃতের স্বামী শাহ-আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। কলাপাড়া ওসি জসিম জানান, গৃহবধূর লাশ মর্গে পাঠানো হয়েছে।