শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রোগী বাগিয়ে নিতে দালালের মারামারি, ভিডিও ভাইরাল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে গড়ে উঠেছে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগী বাগিয়ে নিতে নিযুক্ত করা হয়েছে একাধিক দালাল। দালালরা বিভিন্ন প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে রোগীদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করেন। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আশা রোগী ও স্বজনরা ক্লিনিক মালিকদের নিয়োগ করা পুরুষ ও নারী দালালের হাতে হচ্ছেন লাঞ্ছিত। গতকাল সকালে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুই নারী দালাল মারামারিতে জড়ান। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়। ঘটনার পরই অভিযুক্তরা গাঢাকা দিয়েছেন। একাধিক রোগী জানান, ক্লিনিক মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের কেউ কিছু করতে পারে না। তারা প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধ ক্লিনিক ব্যবসা চালাচ্ছেন। অথচ নিয়ম অনুযায়ী সরকারি হাসপাতালের কাছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের বিধান নেই। কালকিনি উপজেলা ইউএনও পিংকি সাহা বলেন, আমি ভিডিওটি দেখেছি। দ্রুত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর