রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের তিনজনের মৃত্যু

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- রবিউল (১৬), হেলাল (৩৫) ও বেলায়েত হোসেন (২৬)। এ ছাড়া আরিফ হোসেন (৩০) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বেলা আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার রায়ভোগ কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতরা চাচাতো ভাই বলে জানা গেছে। নিহতদের মধ্যে রবিউলের বাবার নাম জলিল খান, বেলায়েত হোসেনের বাবার নাম শাহজাহান পহলান ও হেলালের বাবার নাম হারুন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, নতুন ঘর তোলার জন্য পুরনো ঘর ভাঙার কাজ চলছিল। এ সময় ঘরের চালের একটি টিন বৈদ্যুতিক মিটারের তারের ওপর পরে। টিনটি ধরে থাকা অবস্থায় রবিউল, হেলাল ও বেলায়েত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গেলে আরিফ হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু : চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের ব্যাপারী বাড়ির সামনে গতকাল ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার হোসেনপুর গ্রামের মুন্সিবাড়ির সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের লিটন হোসেন (১৯)। শাহরাস্তি মডেল থানার এসআই রোকন উদ্দিন জানান, দুজনের লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে।

সর্বশেষ খবর