লালমনিরহাটের হাতীবান্ধায় তীব্র হয়েছে সানিয়াজান নদের ভাঙন। হুমকিতে রয়েছে রাস্তাঘাট, ফসলি জমি ও স্থাপনা। চলতি বছর কয়েক দফা বন্যায় নদের পানি বেড়ে ভাঙন তীব্র আকার ধারণ করলে প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এমন অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে দেখা যায়, হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া থেকে সানিয়াজান ইউনিয়ন পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় নদের দুই তীরে ভাঙন শুরু হয়েছে। নদের পারের বাসিন্দাদের দাবি, অবৈধ বোমা মেশিনে বালু উত্তোলনের ফলে প্রতি বছর সানিয়াজান নদে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এ বছর ফকিরপাড়া ইউপির উত্তর দালালপাড়া গ্রামের মিস্ত্রিপাড়া, দালালপাড়া, বাউরা ইউনিয়নের নাওহাট, এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীতে হারিয়ে যেতে শুরু করেছে চলাচলের একমাত্র রাস্তা, ফসলি জমি ও স্থাপনা। দীর্ঘদিনের বেড়িবাঁধ না হওয়ায় দিশাহারা ওই এলাকার মানুষ। স্থানীয়রা দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। মিস্ত্রিপাড়ার হজরত আলী বলেন, সানিয়াজান নদীতে একের পর এক রাস্তাঘাট, ফসলি জমি হারিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে অতিদ্রুত আমরা একটি বাঁধ চাই। বাঁধ হলে আমাদের ভিটামাটি রক্ষা পাবে। উত্তর দালালপাড়ার বীর মুক্তিযোদ্ধা হানিফ উদ্দিন বলেন, সানিয়াজান নদের ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় এমপির কাছে আবেদন করা হয়েছে। এক বছরেও কাজ শুরু হয়নি। গ্রাম ও একমাত্র রাস্তাটি রক্ষা করতে হলে শিগগিরই একটি বাঁধের প্রয়োজন। তা না হলে গ্রামের প্রায় দুই হাজার মানুষের চলাচল ঝুঁকির মধ্যে পড়বে। পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ছিট জমগ্রামের সাফিউল ইসলাম বলেন, সানিয়াজান নদের নাওহাট বাজার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অনেক পাকা দোকান ও ঘরবাড়ি ঝুঁকিতে রয়েছে। ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, এ ইউনিয়নের বিভিন্ন অংশে ভাঙছে সানিয়াজান নদ। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সানিয়াজান নদের ভাঙন দেখতে লোক পাঠানো হবে। পাশাপাশি ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সানিয়াজান নদের তীব্র ভাঙন
ঝুঁকিতে বসতবাড়ি ফসলি জমি ও রাস্তাঘাট
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর