শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

সানিয়াজান নদের তীব্র ভাঙন

ঝুঁকিতে বসতবাড়ি ফসলি জমি ও রাস্তাঘাট

লালমনিরহাট প্রতিনিধি

সানিয়াজান নদের তীব্র ভাঙন

লালমনিরহাটের হাতীবান্ধায় তীব্র হয়েছে সানিয়াজান নদের ভাঙন। হুমকিতে রয়েছে রাস্তাঘাট, ফসলি জমি ও স্থাপনা। চলতি বছর কয়েক দফা বন্যায় নদের পানি বেড়ে ভাঙন তীব্র আকার ধারণ করলে প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এমন অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে দেখা যায়, হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া থেকে সানিয়াজান ইউনিয়ন পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় নদের দুই তীরে ভাঙন শুরু হয়েছে। নদের পারের বাসিন্দাদের দাবি, অবৈধ বোমা মেশিনে বালু উত্তোলনের ফলে প্রতি বছর সানিয়াজান নদে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এ বছর ফকিরপাড়া ইউপির উত্তর দালালপাড়া গ্রামের মিস্ত্রিপাড়া, দালালপাড়া, বাউরা ইউনিয়নের নাওহাট, এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীতে হারিয়ে যেতে শুরু করেছে চলাচলের একমাত্র রাস্তা, ফসলি জমি ও স্থাপনা। দীর্ঘদিনের বেড়িবাঁধ না হওয়ায় দিশাহারা ওই এলাকার মানুষ। স্থানীয়রা দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। মিস্ত্রিপাড়ার হজরত আলী বলেন, সানিয়াজান নদীতে একের পর এক রাস্তাঘাট, ফসলি জমি হারিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে অতিদ্রুত আমরা একটি বাঁধ চাই। বাঁধ হলে আমাদের ভিটামাটি রক্ষা পাবে। উত্তর দালালপাড়ার বীর মুক্তিযোদ্ধা হানিফ উদ্দিন বলেন, সানিয়াজান নদের ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডসহ স্থানীয় এমপির কাছে আবেদন করা হয়েছে। এক বছরেও কাজ শুরু হয়নি। গ্রাম ও একমাত্র রাস্তাটি রক্ষা করতে হলে শিগগিরই একটি বাঁধের প্রয়োজন। তা না হলে গ্রামের প্রায় দুই হাজার মানুষের চলাচল ঝুঁকির মধ্যে পড়বে। পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ছিট জমগ্রামের সাফিউল ইসলাম বলেন, সানিয়াজান নদের নাওহাট বাজার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অনেক পাকা দোকান ও ঘরবাড়ি ঝুঁকিতে রয়েছে। ফকিরপাড়া ইউপি চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, এ ইউনিয়নের বিভিন্ন অংশে ভাঙছে সানিয়াজান নদ। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করেছি। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, সানিয়াজান নদের ভাঙন দেখতে লোক পাঠানো হবে। পাশাপাশি ভাঙন ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর