শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ইউএনওর হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

দিনাজপুর প্রতিনিধি

ইউএনওর হস্তক্ষেপে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

দিনাজপুর শহরের এক বাড়িতে সদর উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে নবম শ্রেণির ছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল।  গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা শহরের ১নং ওয়ার্ডের বৈশাখীর মোড় এলাকায় বাড়িতে ওই নবম শ্রেণির স্কুলছাত্রীর গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজতেছে, বর আসবে গেট সুসজ্জিত করা হয়েছে। রান্নাবান্নার কাজও শেষ, আত্মীয়স্বজনসহ  প্রতিবেশীরাও অনুষ্ঠানে এসেছে। বর পক্ষ আসছে এমন সময় খবর পেয়ে পুলিশ নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ উপস্থিত হওয়ার মুহূর্তে বর পালিয়ে যায়। এ সময় পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে ইউএনও ওই ছাত্রীর বাবাকে বুঝিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।  গতকাল ওই স্কুলছাত্রীর সঙ্গে এক প্রবাসী তরুণের বিয়ে হওয়ার কথা থাকলেও কৌশলে রাতেই বিয়ে দেওয়ার চেষ্টা ছিল দুই পরিবারের এমনটি জানায় স্থানীয়রা। সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের কাছে কনের বাবা-মা অঙ্গীকার করে মুচলেকা দেয়। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে দেবেন না- এই মর্মে ওই ছাত্রীর মা ও বাবা মুচলেকা দিয়েছেন। তাঁরা যদি এই অঙ্গীকার ভঙ্গ করেন, তাহলে বাংলাদেশের ফৌজদারি মামলায় অভিযুক্ত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর