দখল-দূষণে বেহাল অবস্থা মানিকগঞ্জ শহর ও দক্ষিণাঞ্চলের পানিপ্রবাহের একমাত্র সেওতা খাল। শহরের সৌন্দর্য রক্ষা ও পানিপ্রবাহের জন্য খনন করা খালটি সেওতা হয়ে দক্ষিণে কালীগঙ্গা নদীতে সংযুক্ত হয়েছে। একটি শাখা উত্তর দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সেতুর নিচ দিয়ে প্রবাহিত। খালটি ভরাট হওয়ায় পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। সময়মতো পানি নামতে না পারায় গজারিয়া চকসহ নিচু জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে তিন ফসলি জমিতে একটি মাত্র ফসল হয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। সরেজমিন দেখা যায়, সেওতা খালটি ময়লা-আবর্জনায় ভরা। দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি পরিত্যক্ত জলাশয়। স্থানীয় সমেজ উদ্দিন বলেন, একসময় এ খালে নৌকাবাইচ হতো। সারা বছর খালে পানি থাকত। এখন যে যেভাবে পারছে ব্যবহার করছে। এটি মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। তবে দীর্ঘদিন পর শহরের কিছু অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। মানিকগঞ্জ সদরের রমনপুর গ্রামের নেছারত আলী (৭৮) বলেন, গজারিয়া চক ও দক্ষিণাঞ্চলের বর্ষার পানি বের হওয়ার একমাত্র খালটি ভরাট ও দখল হওয়ার কারণে পানি বের হতে পারে না। এ কারণে গজারিয়া চকের শত শত বিঘা জমিতে সরিষা চাষ হয় না। তিনি আরও বলেন, পানিপ্রবাহ ঠিক রাখতে অনেক আন্দোলন সংগ্রাম করার পর ঢাকা-আরিচা সংলগ্ন খালটিতে কিছু জায়গায় প্রশাসন কাজ করেছে। সেওতা মূল খালটি সংস্কার ও দখলমুক্ত না করায় তা কাজে আসছে না। বর্ষার পানি সময়মতো বের না হওয়ায় গজারিয়া চকে মাত্র একটি ফসল হয়। পৌরসভার প্যানেল মেয়র তছলিম হৃদয় জানান, শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটির প্রবাহ সচল রাখা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ২৮ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে সব খালে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও সৌন্দর্যবর্ধনে কাজ করা হবে।
শিরোনাম
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
- রণবীরের সঙ্গে ট্রাম্পের হবু পুত্রবধূর নাচের ভিডিও ভাইরাল
- বড় ভূমিকম্প মোকাবিলায় কী পরিস্থিতি হবে, বলা যায় না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচন পরিচালনায় সহযোগিতা করতে প্রস্তুত কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ
- বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ট্রেন আটকে রাখল শিক্ষার্থীরা
দখল-দূষণে বেহাল সেওতা খাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর