দখল-দূষণে বেহাল অবস্থা মানিকগঞ্জ শহর ও দক্ষিণাঞ্চলের পানিপ্রবাহের একমাত্র সেওতা খাল। শহরের সৌন্দর্য রক্ষা ও পানিপ্রবাহের জন্য খনন করা খালটি সেওতা হয়ে দক্ষিণে কালীগঙ্গা নদীতে সংযুক্ত হয়েছে। একটি শাখা উত্তর দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সেতুর নিচ দিয়ে প্রবাহিত। খালটি ভরাট হওয়ায় পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। সময়মতো পানি নামতে না পারায় গজারিয়া চকসহ নিচু জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে তিন ফসলি জমিতে একটি মাত্র ফসল হয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। সরেজমিন দেখা যায়, সেওতা খালটি ময়লা-আবর্জনায় ভরা। দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি পরিত্যক্ত জলাশয়। স্থানীয় সমেজ উদ্দিন বলেন, একসময় এ খালে নৌকাবাইচ হতো। সারা বছর খালে পানি থাকত। এখন যে যেভাবে পারছে ব্যবহার করছে। এটি মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। তবে দীর্ঘদিন পর শহরের কিছু অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। মানিকগঞ্জ সদরের রমনপুর গ্রামের নেছারত আলী (৭৮) বলেন, গজারিয়া চক ও দক্ষিণাঞ্চলের বর্ষার পানি বের হওয়ার একমাত্র খালটি ভরাট ও দখল হওয়ার কারণে পানি বের হতে পারে না। এ কারণে গজারিয়া চকের শত শত বিঘা জমিতে সরিষা চাষ হয় না। তিনি আরও বলেন, পানিপ্রবাহ ঠিক রাখতে অনেক আন্দোলন সংগ্রাম করার পর ঢাকা-আরিচা সংলগ্ন খালটিতে কিছু জায়গায় প্রশাসন কাজ করেছে। সেওতা মূল খালটি সংস্কার ও দখলমুক্ত না করায় তা কাজে আসছে না। বর্ষার পানি সময়মতো বের না হওয়ায় গজারিয়া চকে মাত্র একটি ফসল হয়। পৌরসভার প্যানেল মেয়র তছলিম হৃদয় জানান, শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটির প্রবাহ সচল রাখা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ২৮ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে সব খালে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও সৌন্দর্যবর্ধনে কাজ করা হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ