দখল-দূষণে বেহাল অবস্থা মানিকগঞ্জ শহর ও দক্ষিণাঞ্চলের পানিপ্রবাহের একমাত্র সেওতা খাল। শহরের সৌন্দর্য রক্ষা ও পানিপ্রবাহের জন্য খনন করা খালটি সেওতা হয়ে দক্ষিণে কালীগঙ্গা নদীতে সংযুক্ত হয়েছে। একটি শাখা উত্তর দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সেতুর নিচ দিয়ে প্রবাহিত। খালটি ভরাট হওয়ায় পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। সময়মতো পানি নামতে না পারায় গজারিয়া চকসহ নিচু জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে তিন ফসলি জমিতে একটি মাত্র ফসল হয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। সরেজমিন দেখা যায়, সেওতা খালটি ময়লা-আবর্জনায় ভরা। দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি পরিত্যক্ত জলাশয়। স্থানীয় সমেজ উদ্দিন বলেন, একসময় এ খালে নৌকাবাইচ হতো। সারা বছর খালে পানি থাকত। এখন যে যেভাবে পারছে ব্যবহার করছে। এটি মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। তবে দীর্ঘদিন পর শহরের কিছু অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। মানিকগঞ্জ সদরের রমনপুর গ্রামের নেছারত আলী (৭৮) বলেন, গজারিয়া চক ও দক্ষিণাঞ্চলের বর্ষার পানি বের হওয়ার একমাত্র খালটি ভরাট ও দখল হওয়ার কারণে পানি বের হতে পারে না। এ কারণে গজারিয়া চকের শত শত বিঘা জমিতে সরিষা চাষ হয় না। তিনি আরও বলেন, পানিপ্রবাহ ঠিক রাখতে অনেক আন্দোলন সংগ্রাম করার পর ঢাকা-আরিচা সংলগ্ন খালটিতে কিছু জায়গায় প্রশাসন কাজ করেছে। সেওতা মূল খালটি সংস্কার ও দখলমুক্ত না করায় তা কাজে আসছে না। বর্ষার পানি সময়মতো বের না হওয়ায় গজারিয়া চকে মাত্র একটি ফসল হয়। পৌরসভার প্যানেল মেয়র তছলিম হৃদয় জানান, শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটির প্রবাহ সচল রাখা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ২৮ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে সব খালে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও সৌন্দর্যবর্ধনে কাজ করা হবে।
শিরোনাম
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে