দখল-দূষণে বেহাল অবস্থা মানিকগঞ্জ শহর ও দক্ষিণাঞ্চলের পানিপ্রবাহের একমাত্র সেওতা খাল। শহরের সৌন্দর্য রক্ষা ও পানিপ্রবাহের জন্য খনন করা খালটি সেওতা হয়ে দক্ষিণে কালীগঙ্গা নদীতে সংযুক্ত হয়েছে। একটি শাখা উত্তর দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সেতুর নিচ দিয়ে প্রবাহিত। খালটি ভরাট হওয়ায় পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। সময়মতো পানি নামতে না পারায় গজারিয়া চকসহ নিচু জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে তিন ফসলি জমিতে একটি মাত্র ফসল হয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। সরেজমিন দেখা যায়, সেওতা খালটি ময়লা-আবর্জনায় ভরা। দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি পরিত্যক্ত জলাশয়। স্থানীয় সমেজ উদ্দিন বলেন, একসময় এ খালে নৌকাবাইচ হতো। সারা বছর খালে পানি থাকত। এখন যে যেভাবে পারছে ব্যবহার করছে। এটি মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। তবে দীর্ঘদিন পর শহরের কিছু অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। মানিকগঞ্জ সদরের রমনপুর গ্রামের নেছারত আলী (৭৮) বলেন, গজারিয়া চক ও দক্ষিণাঞ্চলের বর্ষার পানি বের হওয়ার একমাত্র খালটি ভরাট ও দখল হওয়ার কারণে পানি বের হতে পারে না। এ কারণে গজারিয়া চকের শত শত বিঘা জমিতে সরিষা চাষ হয় না। তিনি আরও বলেন, পানিপ্রবাহ ঠিক রাখতে অনেক আন্দোলন সংগ্রাম করার পর ঢাকা-আরিচা সংলগ্ন খালটিতে কিছু জায়গায় প্রশাসন কাজ করেছে। সেওতা মূল খালটি সংস্কার ও দখলমুক্ত না করায় তা কাজে আসছে না। বর্ষার পানি সময়মতো বের না হওয়ায় গজারিয়া চকে মাত্র একটি ফসল হয়। পৌরসভার প্যানেল মেয়র তছলিম হৃদয় জানান, শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটির প্রবাহ সচল রাখা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ২৮ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে সব খালে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও সৌন্দর্যবর্ধনে কাজ করা হবে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল