দখল-দূষণে বেহাল অবস্থা মানিকগঞ্জ শহর ও দক্ষিণাঞ্চলের পানিপ্রবাহের একমাত্র সেওতা খাল। শহরের সৌন্দর্য রক্ষা ও পানিপ্রবাহের জন্য খনন করা খালটি সেওতা হয়ে দক্ষিণে কালীগঙ্গা নদীতে সংযুক্ত হয়েছে। একটি শাখা উত্তর দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সেতুর নিচ দিয়ে প্রবাহিত। খালটি ভরাট হওয়ায় পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে। সময়মতো পানি নামতে না পারায় গজারিয়া চকসহ নিচু জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। ফলে তিন ফসলি জমিতে একটি মাত্র ফসল হয়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। সরেজমিন দেখা যায়, সেওতা খালটি ময়লা-আবর্জনায় ভরা। দেখে বোঝার উপায় নেই এটি খাল নাকি পরিত্যক্ত জলাশয়। স্থানীয় সমেজ উদ্দিন বলেন, একসময় এ খালে নৌকাবাইচ হতো। সারা বছর খালে পানি থাকত। এখন যে যেভাবে পারছে ব্যবহার করছে। এটি মশা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। তবে দীর্ঘদিন পর শহরের কিছু অংশে সংস্কারের কাজ শুরু হয়েছে। মানিকগঞ্জ সদরের রমনপুর গ্রামের নেছারত আলী (৭৮) বলেন, গজারিয়া চক ও দক্ষিণাঞ্চলের বর্ষার পানি বের হওয়ার একমাত্র খালটি ভরাট ও দখল হওয়ার কারণে পানি বের হতে পারে না। এ কারণে গজারিয়া চকের শত শত বিঘা জমিতে সরিষা চাষ হয় না। তিনি আরও বলেন, পানিপ্রবাহ ঠিক রাখতে অনেক আন্দোলন সংগ্রাম করার পর ঢাকা-আরিচা সংলগ্ন খালটিতে কিছু জায়গায় প্রশাসন কাজ করেছে। সেওতা মূল খালটি সংস্কার ও দখলমুক্ত না করায় তা কাজে আসছে না। বর্ষার পানি সময়মতো বের না হওয়ায় গজারিয়া চকে মাত্র একটি ফসল হয়। পৌরসভার প্যানেল মেয়র তছলিম হৃদয় জানান, শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালটির প্রবাহ সচল রাখা এবং সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ২৮ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। এরপর পর্যায়ক্রমে সব খালে পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ও সৌন্দর্যবর্ধনে কাজ করা হবে।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
দখল-দূষণে বেহাল সেওতা খাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর