শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মধুমতী সেতু উদ্বোধন ১০ অক্টোবর

নড়াইল প্রতিনিধি

১০ অক্টোবর নড়াইলের কালনা পয়েন্টে নির্মিত মধুমতী সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতু উদ্বোধন করবেন। ওই দিনই যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুটি। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পদ্মা সেতু হয়ে আজ (শুক্রবার) টুঙ্গিপাড়া যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিকাল ৫টায় টুঙ্গিপাড়া থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী সেতুর উদ্দেশে রওনা হবেন। রাষ্ট্রপতি মধুমতী সেতু ও নদী পরিদর্শন করবেন। রাষ্ট্রপতির সফর কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান। জানা গেছে, লোহাগড়ার কালনা পয়েন্টে মধুমতী নদীর ওপর এ সেতুর অবস্থান। সেতুর পূর্ব পাড়ে গোপালগঞ্জের কাশিয়ানী, পশ্চিম পাড়ে লোহাগড়া উপজেলা। দেশের প্রথম ছয় লেনের দৃষ্টিনন্দন সেতুটি ইতোমধ্যে কালনা নামে পরিচিতি পেলেও প্রধানমন্ত্রী এর নামকরণ করেছেন নদীর নামে।

সেতুটি চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। ঢাকার সঙ্গে নড়াইলের দূরত্ব কমবে ১৮০ কিলোমিটার।

 

সর্বশেষ খবর