সিলেটের জৈন্তাপুরে খেতের আইলে এবং ময়মনসিংহে ঝোপের ভিতর বস্তাবন্দি অবস্থায় দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
সিলেট : জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামে নিজ বাড়ির পাশে ধান খেতের আইল থেকে গতকাল উদ্ধার হওয়া নারীর নাম ডলি বেগম (২২)। তিনি পশ্চিম ঠাকুরের মাটি (পশ্চিমচটি) গ্রামের ও আহমদ আল শরিফের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে বাড়ির খেতের আইলের ওপর ডলির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ : নগরীর বাদেকল্পা রহমতপুর এলাকার সড়কের পাশে ঝোপের ভিতর থেকে গতকাল সকালে অজ্ঞাত (৩৫) নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।